ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

শুরু হচ্ছে ফ্রাঙ্কোফোনি উৎসব

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৮ ঘণ্টা, মার্চ ১১, ২০১৬
শুরু হচ্ছে ফ্রাঙ্কোফোনি উৎসব

প্রতি বছর একুশে ফেব্রুয়ারির এক মাস পর ২০ মার্চ সারা পৃথিবীর ফ্রাঙ্কোফোন বা ফরাসি ভাষা ব্যবহারকারী দেশসমূহ আন্তর্জাতিক ফ্রাঙ্কোফোনি দিবস উদযাপন করে আসছে। এরই অংশ হিসেবে ঢাকা ও চট্টগ্রামে শুক্রবার শুরু হচ্ছে ‘ফ্রাঙ্কোফোনি উৎসব ২০১৬’।



ফ্রাঙ্কোফোনি উদযাপনে সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকা। এতে থাকছে পেতঙ্ক নামক একটি ফরাসি ক্রীড়া প্রতিযোগিতা, ল্যাবসি-তোয়া প্রতিযোগিতা, রান্না প্রতিযোগিতা, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনী, ফরাসি ভাষায় মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন, অনুবাদ প্রতিযোগিতা ইত্যাদি। উৎসবে বাংলাদেশে অবস্থিত দূতাবাসসমূহ, আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকা ও আলিয়ঁস ফ্রঁসেজ দো চট্টগ্রাম বিভিন্ন অনুষ্ঠানমালা পরিবেশন করবে। চলবে ২০ মার্চ পর্যন্ত।

আগামী ১৬ মার্চ সকাল ১০টায় ‘মাতৃভাষার উন্নয়ন ও সংরক্ষণ শীর্ষক’ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা ইনস্টিটিউট মিলনায়তনে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিকী থাকবেন বিশেষ অতিথি।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করবেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক ড. জিনাত ইমতিয়াজ আলী। এ ছাড়া থাকবেন বাংলাদেশে ফ্রাঙ্কোফোনির প্রতিনিধিত্বকারী দূতাবাসসমূহের রাষ্ট্রদূতরা এবং কানাডিয়ান রাষ্ট্রদূত। সমাপনী দিনে সকাল ১১টায়  হোটেল লো মেরিদিয়ানে অনুষ্ঠিত হবে ফ্রাঙ্কোফোনি চেম্বার অব কমার্সের উদ্যোগে ‘বাংলাদেশ এবং ফ্রাঙ্কোফোন দেশসমূহের বাণিজ্য’ শীর্ষক সেমিনার।

পুরো পৃথিবীজুড়ে ২২ কোটি মানুষের মনের ভাব প্রকাশ হয় ফরাসি ভাষায়। এটি ৩২টি দেশের রাষ্ট্রভাষা হিসেবে ব্যবহৃত হচ্ছে। ঢাকায় অবস্থানকৃত ফ্রাঙ্কোফোনি মিশনগুলো হলো কানাডিয় হাইকমিশন, মিশর, ফরাসি, মরক্কো, কাতার, সুইজারল্যান্ড এবং ভিয়েতনাম।

বাংলাদেশ সময় : ১১৩৭ ঘণ্টা, মার্চ ১১, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।