ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

তৃতীয় সপ্তাহে রিয়াজ-মাহির হাসি-কান্না

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, মার্চ ১১, ২০১৬
তৃতীয় সপ্তাহে রিয়াজ-মাহির হাসি-কান্না রিয়াজ ও মাহি

প্রয়াত কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘কৃষ্ণপক্ষ’ মুক্তির প্রথম সপ্তাহে (২৬ ফেব্রুয়ারি) হল পেয়েছিলো মাত্র ১৬টি। এ নিয়ে সমালোচনায় ফেটে পড়েন ভক্তরা।

গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে, তৃতীয় সপ্তাহে রিয়াজ-মাহির ছবিটি চলছে রাজধানীসহ দেশের ১০টি প্রেক্ষাগৃহে।

‘কৃষ্ণপক্ষ’র মাধ্যমে চলচ্চিত্র পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেছেন অভিনেত্রী ও নাট্য নির্মাতা মেহের আফরোজ শাওন। রিয়াজ, মাহি ও ফেরদৌস অভিনীত ছবিটির ইতিবাচক পর্যালোচনা হচ্ছে ফেসবুক ও গণমাধ্যমে। এতে শিল্পীদের হাসি-কান্নার কাব্য উপভোগ করছেন সবাই। এই তিন তারকা ছাড়াও তানিয়া আহমেদ ও আজাদ আবুল কালামের অভিনয়ের প্রশংসা করছেন তারা।  

এদিকে প্রথম সপ্তাহে সিনেমাটির পরিবেশনার দায়িত্বে ছিলো জাজ মাল্টিমিডিয়া। দ্বিতীয় সপ্তাহ থেকে বিষয়টি দেখভাল করছে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড। প্রথম সপ্তাহে ‘কৃষ্ণপক্ষ’ ১৬টি হলে মুক্তি পায়। দ্বিতীয় সপ্তাহে হল ছিলো ১৩টি। আর এখন ১০টি। ছবিটি তৃতীয় সপ্তাহে চলায় সন্তোষ প্রকাশ করেছেন পরিচালক শাওন। দর্শকের ভালোবাসায় তিনি মুগ্ধ।  

‘কৃষ্ণপক্ষ’ এখন যেসব হলে চলছে তার তালিকা-  ঢাকার স্টার সিনেপ্লেক্স (তৃতীয় সপ্তাহ), যমুনা ব্লকবাস্টার সিনেমাস (তৃতীয় সপ্তাহ), বলাকা সিনেওয়ার্ল্ড (তৃতীয় সপ্তাহ), শ্যামলী ডিজিটাল সিনেমা (তৃতীয় সপ্তাহ), ময়মনসিংহের ছায়াবানী (দ্বিতীয় সপ্তাহ), খুলনার শংখ (দ্বিতীয় সপ্তাহ), গাজীপুরের শ্রীপুরের চন্দ্রিমা (দ্বিতীয় সপ্তাহ), জয়দেবপুরের বর্ষা (দ্বিতীয় সপ্তাহ), বগুড়ার সোনিয়া (প্রথম সপ্তাহ) ও গাইবান্ধার তাজ (প্রথম সপ্তাহ)।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, মার্চ ১১, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।