২০১১ সালের ২৭ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মীর লোকমানের হাত ধরে যাত্রা শুরু করে মূকাভিনয় সংগঠন ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশন। এবার তারা আয়োজন করেছে জাতীয় মূকাভিনয় উৎসব।
রোববার সন্ধ্যা ৬টায় উৎসব উদ্বোধন করবেন বেসরমারিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাখেদ খান মেনন। সন্ধ্যা সাড়ে ৬টায় থাকবে ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশনের জনপ্রিয় মাইমোড্রামা ‘লাইট ভার্সেস ডার্কনেস’।
উৎসবে অংশগ্রহণ করবে ঢাকার স্বপ্নদল, মাইম আর্ট, বেঙ্গল থিয়েটার, জেন্টলম্যান প্যান্টোমাইম, পরিবর্তন মাইম একাডেমি, বাংলাদেশ হুদামাইম ক্লাব, চট্টগ্রামের প্যান্টোমাইম মুভমেন্ট, অনাদিকল্প, গাজীপুরের মুক্তমঞ্চ নির্বাক দল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রঙ্গন মাইম একাডেমি, নারায়ণগঞ্জের শ্রুতি কালচারাল সেন্টার, বাংলাদেশ মাইম থিয়েটারসহ দেশের ১৫টি মূকাভিনয় দল।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র হবে আয়োজনের মূল ভেন্যু। এ ছাড়া শহীদ মিনার, কার্জন হল, কলাভবন, শাহবাগসহ পুরো ক্যাম্পাসজুড়েই থাকবে স্ট্রিট শোসহ নানা কর্মসূচি। থাকছে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে মূকাভিনয়ের ওপর কর্মশালা-সেমিনার এবং পোস্টার প্রদর্শনী। কর্মশালা ও সেমিনার ছাড়া উৎসব সবার জন্য উন্মুক্ত।
দ্বিতীয় দিন ১৪ মার্চ সকাল ১০টায় শোভাযাত্রা, সকাল ১১টায় স্ট্রি শো এবং মূকাভিনয় প্রতিযোগিতা, বিকেল ৪টায় সেমিনার ও সন্ধ্যা ৭টায় থাকবে মূকাভিনয় প্রদর্শনী। এদিনের প্রধান অতিথি বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
সমাপনী দিন ১৫ মার্চ সকাল ১০টায় স্ট্রি শো, সকাল ১১টায় মূকাভিনয় কর্মশালা, বিকেল ৩টায় মাইম শো, সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের পুরস্কার বিতরণী ও মাইম শো পর্ব এবং রাত ৯টায় রয়েছে সমাপনী বক্তৃতা। এখানে প্রথান অতিথি থাকবেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশনের সভাপতি শাহরিয়ার শাওন বললেন, ‘প্রাচীন ও শক্তিশালী শিল্পমাধ্যম মূকাভিনয়ের প্রাতিষ্ঠানিক কাঠামোদান, সবার মধ্যে আগ্রহ সৃষ্টি, নতুন নতুন মূকাভিনেতা অনুসন্ধান, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় পর্যায়ে মূকাভিনয় শিল্প মাধ্যমটিকে আরও বৃহত্তর পরিসরে সম্প্রসারিত করা, মূকাভিনয়কে বাংলাদেশ থেকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়া এবং এর মাধ্যমে একটি সুন্দর সমাজ বিনির্মাণের বার্তা দেওয়াই আমাদের লক্ষ্য।
বাংলাদেশ সময় : ১৪২৫ ঘণ্টা, মার্চ ১২, ২০১৬
জেএইচ