ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

আবার এমআইবির ‘গানমেলা’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, মার্চ ১২, ২০১৬
আবার এমআইবির ‘গানমেলা’

গত বছর প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় ‘গানমেলা’। একুশে গ্রন্থমেলার আদলে প্রথম আসরেই সংগীত সংশ্লিষ্ট মানুষের প্রাণের মেলায় পরিণত হয় এটি।

বছর পেরিয়ে আগামী মাসে আবার শুরু হচ্ছে গানমেলা।
 
এমআইবির (মিউজিক ইন্ডাস্ট্রিজ ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) আয়োজনে এবারও মেলার ব্যাপ্তি হবে ১০ দিনের। এমনটাই জানালেন সংশ্লিষ্টরা। তবে এবার আরও কিছু চমক থাকছে। গত বছর ৯ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত প্রতিদিন রাতে মেলা প্রাঙ্গণ ছিলো উৎসব মুখর। মেলাকে ঘিরে অ্যালবাম প্রকাশনা ছিলো চোখে পড়ার মতো।

এবারও শতাধিক অডিও-ভিডিও অ্যালবাম প্রকাশ পেতে যাচ্ছে মেলায়। পাশাপাশি প্রতিদিন উন্মুক্ত মঞ্চে বাংলাদেশের গান নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেবেন সংগীত ব্যক্তিত্বরা।

এমআইবি সভাপতি একেএম আরিফুর রহমান ও সাধারণ সম্পাদক শেখ শাহেদ আলী পাপ্পু শনিবার (১২ মার্চ) বাংলানিউজকে জানান, গানমেলার জন্য এবারও বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রাঙ্গণকে প্রাধান্য দিচ্ছেন তারা। এজন্য আবেদনপত্রও জমা দেওয়া হয়েছে। গানমেলা সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হবে সংবাদ সম্মেলনের মাধ্যমে। তাদের বিশ্বাস, সবার সহযোগিতায় এবারও সফল হবে গানমেলা।

বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, মার্চ ১২, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।