মোবাইল টাওয়ার তৈরির বিরুদ্ধে রুখে দাঁড়ালেন ইরফান খান। সম্প্রতি, তার বাড়ির সামনে তিনটি মোবাইল টাওয়ার স্থাপন করা হয়েছে এবং সেগুলোর রেডিয়েশন নিয়ে বেশ চিন্তিত বলিউডের এই অভিনেতা।
এ বিষয়ে ৪৯ বছর বয়সী এই অভিনেতার ভাষ্য, ‘এখনকার সময়ে কাজের জন্য আমাদের প্রত্যেকেরই মোবাইল ফোন ব্যবহার করা প্রয়োজন। তবে মোবাইল নেটওয়ার্ক টাওয়ারগুলো পরিকল্পনা করে আবাসিক এলাকা, পার্ক, স্কুল এবং হাসপাতালে পাশে স্থাপন করা থেকে সরে আসা উচিত। আজকের এই প্রয়োজনীয় জিনিস যাতে আগামীতে স্বাস্থ্যের জন্য ঝুকিপূর্ণ না হয়ে দাঁড়ায়। ’
তিনি আরও জানান, ‘রেডিয়েশনের কারণে ব্রেইন টিউমার, ক্যান্সার, নার্ভের সেল নষ্ট হয়ে যাওয়া জটিল সব শারীরিক সমস্যা তৈরি হতে পারে। আমারাই শুধু এটি পরিবর্তন করতে পারি। ’
বাংলাদেশ সময়: ০৯০০ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৬
বিএসকে