দেশের টেলিভিশন নাট্যকারদের জন্য একটি প্ল্যাটফর্ম গড়ার লক্ষ্যে গঠন করা হচ্ছে ‘টেলিভিশন নাট্যকার সংঘ’। আগামী ২ এপ্রিল বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সেমিনার কক্ষে সংগঠনটির প্রথম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে।
গত ১৫ মার্চ নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ ও মাসুম রেজার উপস্থিতিতে প্রস্তুতি কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। মূলত নাট্যকারদের স্বার্থ সংরক্ষণ ও আত্ম-উন্নয়নের লক্ষ্যে টেলিভিশন নাট্যকার সংঘ আত্মপ্রকাশ করতে যাচ্ছে। সভায় সম্মেলন প্রস্তুতি কমিটির কার্যক্রম নিয়েও আলোচনা হয়।
সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্যরা হলেন: আহ্বায়ক মেজবাহ উদ্দীন সুমন, সদস্য সচিব শফিকুর রহমান শান্তনু, কার্যকরী সদস্য ইফফাত আরেফীন তন্বী, প্রসূন রহমান, মহিউদ্দীন আহমেদ, জাকির হোসেন উজ্জ্বল, হামেদ হোসেন নোমান, ফরহাদ লিমন, রেজাউর রহমান রিজভী ও উৎপল সর্বজ্ঞ।
সভার সিদ্ধান্ত অনুযায়ী, টেলিভিশন নাট্যকার সংঘের সদস্য হতে হলে টিভি চ্যানেলে যে কোনো নাট্যকারের অন্তত তিনটি খন্ড নাটক অথবা টেলিফিল্ম কিংবা একটি ধারাবাহিক নাটক প্রচারিত হতে হবে। এ ছাড়া আগামী ২৭ মার্চের মধ্যে সদস্য ফি প্রদান করে সংগঠনের সদস্য হওয়ার পাশাপাশি সম্মেলনে নাম অন্তর্ভুক্ত করতে হবে।
বাংলাদেশ সময় : ১৩৪৪ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৬
জেএইচ