ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ভারতের পরবর্তী রাষ্ট্রপতি অমিতাভ বচ্চন!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২১ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৬
ভারতের পরবর্তী রাষ্ট্রপতি অমিতাভ বচ্চন! অমিতাভ বচ্চন

ভারতের বর্তমান রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের মেয়াদ শেষ হবে আগামী বছরের মাঝামাঝি। এরপরই নাকি অমিতাভ বচ্চন হবেন আগামী রাষ্ট্রপতি! তিনিই পরবর্তী রাষ্ট্রপতি হওয়ার জন্য যোগ্যতম ব্যক্তি বলে মনে করছেন বলিউড অভিনেতা ও বিজেপি সাংসদ শত্রুঘ্ন সিনহা।



বৃহস্পতিবার (১৭ মার্চ) শত্রুঘ্ন বলেন, ‘অমিতাভ বচ্চনের মতো একজন সাংস্কৃতিক আইকন দেশের রাষ্ট্রপতি হন তাহলে তা হবে গর্বের ব্যাপার। ’ ৭০ বছর বয়সী এই অভিনেতা সাংবাদিকদের আরও বলেন, ‘সংস্কৃতি ও সামাজিক ক্ষেত্রে অমিতাভ বচ্চন অনেক মাইলফলক অর্জন করেছেন। তিনি যদি রাষ্ট্রপতি হন তাহলে তা দেশের সুনাম বয়ে আনবে। ’

অমিতাভ ও শত্রুঘ্নর একে অপরের প্রতি শ্রদ্ধা দেখার মতো। কয়েকদিন আগে মুম্বাইয়ে শত্রুঘ্ন সিংহের জীবনীর ওপরে লেখা গ্রন্থের মোড়ক খোলেন বিগ বি। সেখানেই দেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে শত্রুঘ্নর নাম প্রস্তাব করেছিলেন ৭৩ বছর বয়সী এই অভিনেতা। সত্তর দশকে ‘কালা পাথর’, ‘শান’, ‘দোস্তানা’র মতো অনেক ব্যবসাসফল ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন দু’জনে।

বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।