মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় ‘ডুব’ ছবিতে অভিনয় করতে বলিউড অভিনেতা ইরফান খান এখন বাংলাদেশে। গত ১৬ মার্চ এসে পৌঁছান তিনি।
শুক্রবার (১৮ মার্চ) রাতে রাজধানীর পাঁচতারকা একটি হোটেলে ‘ডুব’ ছবির মহরত অনুষ্ঠানে ইরফানের ক্রিকেট খেলার খবরটি সামনে আসে স্থিরচিত্র নিয়ে সাজানো একটি ভিডিওতে। এটি প্রদর্শনের সময় ফারুকী রসিকতার সুরে বলছিলেন, ‘দেখুন আমরা কতো না পরিশ্রম করেছি!’
কয়েকটি স্থিরচিত্রে দেখা যায় ইরফান কাঁধে ব্যাট নিয়ে দাঁড়িয়ে আছেন। তার ব্যাটিং করার মুহূর্তের ছবিও আছে। আরেকটি ছবিতে ফারুকী আম্পায়ারের ভূমিকায় তর্জনী উঠিয়ে জানিয়ে দিচ্ছেন আউট! এরপরের ছবিতে তিনিই ব্যাট হাতে খেলছেন। এই উপস্থাপনা অতিথিদের হাসির খোরাক জুগিয়েছে।
ভারতে চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ইরফান এসেছেন সেই দেশ থেকেই। ক্রিকেটের ক্ষুদ্রতর সংস্করণের সবচেয়ে বড় এই আসরে খেলছে বাংলাদেশও। আর ফারুকীর ক্রিকেট প্রেমের কথা সবারই জানা। তাই দু’জনেই মিলে ডুবে গেলেন ক্রিকেটে!
‘ডুব’ ছবির ইংরেজি নাম ‘দ্য বেড অব রোজেস’। রোববার (২০ মার্চ) থেকে এর দৃশ্যায়ন শুরু হচ্ছে। এতে আরও অভিনয় করছেন রোকেয়া প্রাচী, নুসরাত ইমরোজ তিশা, নাদের চৌধুরী, কলকাতার অভিনেত্রী পার্নো মিত্র।
অভিনয়ের পাশাপাশি ছবিটির সহ-প্রযোজক ইরফান খান। অন্য দুই প্রযোজনা প্রতিষ্ঠান হলো বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজ। মহরতে ছিলেন এ দুটি প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারীরা। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন স্ট্যান্ডআপ কমেডিয়ান নাভিদ মাহবুব।
বাংলাদেশ সময় : ০১৩৩ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৬
জেএইচ