এই তো ১৩ মার্চের কথা। ফেসবুক টাইমলাইনে সর্বশেষ কনসার্টের ছবি, হাসিমুখ।
ইতি লিভারে রক্তক্ষরণজনিত রোগে রাজধানীর পান্থপথের গ্যাস্ট্রোলজি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাকে রাখা হয়েছে নিবিড় পরিচর্যা কেন্দ্রে। পাঁচদিন ধরে ইতির চিকিৎসা চলছে সেখানে। জানা গেছে, তার লিভারে ছিদ্র ধরা পড়েছে। এ কারণেই হচ্ছে রক্তক্ষরণ।
পারিবারিক সূত্রে জানা যায়, ‘চ্যানেল আই সেরাকণ্ঠ’ প্রতিযোগিতা থেকে পরিচিতি পাওয়া মেধাবী এই গায়িকার চিকিৎসা বেশ ব্যয়বহুল। এ অবস্থায় অর্থের অভাবে চিকিৎসা ব্যাহত হচ্ছে। পরিবার থেকে সাহায্যের আবেদন জানানো হয়েছে। সবার সহযোগিতায় ইতি আবার ফিরবেন গানের জগতে- এমনটাই প্রত্যাশা।
এদিকে সংগীতপ্রেমী অনেকেই শুরু থেকে ইতির পাশে দাঁড়িয়েছেন। তার জন্য ও-পজিটিভ রক্তের দরকারে এগিয়ে গেছেন কেউ কেউ। সংগীতশিল্পীদের সংগঠন আরওয়াইএমবি ইতির সাহায্যে এগিয়ে আসার উদ্যোগ নিয়েছে।
ইতির চিকিৎসার জন্য সাহায্য পাঠানোর ঠিকানা-
মো. আব্দুল বারী, অ্যাকাউন্ট নম্বর ২৩৬১০ রাজশাহী শাখা, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।
* ইতি ও ইফতেখারুল লেনিনের গাওয়া ‘নির্দ্বিধায়’ গানের ভিডিও :
বাংলাদেশ সময়: ১০৫২ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৬
এসও/জেএইচ