ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

তিশার চোখ দুটো দরকার!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩২ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৬
তিশার চোখ দুটো দরকার! ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী ছবি বানালে তাতে তার অর্ধাঙ্গিনী নুসরাত ইমরোজ তিশা থাকবেন, এ আর এমন কি! ফারুকীর ‘ব্যাচেলর’, ‘মেড ইন বাংলাদেশ’ ও আগের ছবি ‘পিঁপড়াবিদ্যা’ বাদ দিলে বাকি দুটিতেই (থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, টেলিভিশন) ছিলেন তিশা। তার ষষ্ঠ ছবি দিয়ে সংখ্যাটা হলো তিন।



স্ত্রী বলেই কি তিশাকে নেওয়া? এই প্রশ্নটা অবধারিতভাবেই এসেছে ‘ডুব’ নামের নতুন ছবির জমকালো মহরত অনুষ্ঠানে। শুক্রবার (১৮ মার্চ) রাতে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্বে তিশাকে নির্বাচন করার কারণ ব্যাখ্যা করেছেন ফারুকী। তিনি বলেন, ‘তিশাকে নেওয়ার অন্যতম কারণ ওর দুটো চোখ। ’

ফারুকী জানান, ছবিতে তিশা যে চরিত্রে অভিনয় করবেন, তার মুখের ভাষার পাশাপাশি চোখের ভাষাও গুরুত্বপূর্ণ। তিশার চোখ দুটো তেমনই। ‘ডুব’-এ বলিউড অভিনেতা ইরফান খানকে নির্বাচন করা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ফারুকী জানান, চিত্রনাট্য লেখার সময়ই তিনি প্রধান চরিত্রটির জন্য দক্ষিণ এশিয়ার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেতা ইরফান খানকে ভেবে রেখেছিলেন।

তিশা ছাড়াও এ ছবিতে আরও দু’জন অভিনেত্রী আছেন। একজন বাংলাদেশের রোকেয়া প্রাচী, অন্যজন কলকাতার পার্নো মিত্র। ২০ মার্চ থেকে ঢাকায় শুরু হচ্ছে ‘ডুব’-এর দৃশ্যধারণ। ছবিটির ইংরেজি নাম রাখা হয়েছে ‘নো বেড অব রোজেস’। এটি যৌথভাবে প্রযোজনা করছেন ইরফান খান, জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজ।

বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।