ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

বিজ্ঞাপনে ইসলামী গানের দল কলরব

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৬
বিজ্ঞাপনে ইসলামী গানের দল কলরব

প্রথমবার বিজ্ঞাপনের জিঙ্গেল তৈরি করলো ইসলামী গানের দল কলরব শিল্পীগোষ্ঠী। স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদীর জন্য তৈরি হয়েছে এটি।

ব্রাইট সল্যুশন মাল্টিমিডিয়ার প্রোডাকশনের ব্যানারে নির্মিত ৩০ সেকেন্ড ব্যাপ্তির বিজ্ঞাপনটি শিগগিরই প্রচার হবে টিভি ও রেডিওতে।  

এর কথা লিখেছেন গীতিকার ইমতিয়াজ মাসরুর। সুর করেছেন মুহাম্মদ বদরুজ্জামান। এতে সম্মিলিতভাবে কণ্ঠ দিয়েছেন মুহাম্মদ বদরুজ্জামান, ওমর আবদুল্লাহ ও শাফিন আহমাদ। সংগীত পরিচালনা করেছেন আরমানুল হক।

গায়কীর নির্দেশনা দিয়েছেন কলরব পরিচালক রশিদ আহমাদ ফেরদৌস, সাঈদ আহমাদ, আবু রায়হান এবং ইমতিয়াজ মাসরুর। বিজ্ঞাপনে ভয়েস ওভার দিয়েছেন ইয়াসিন হায়দার।

জিঙ্গেলে কাজ করা প্রসঙ্গে মুহাম্মদ বদরুজ্জামান জানান, ‘কলরব সবসময় নতুন কিছু করতে আগ্রহী। বিজ্ঞাপনটি এরই অংশ। এ বিজ্ঞাপনে নতুন এক কলরবকে খুঁজে পাবেন শ্রোতারা। ’

২০০৪ সালে প্রতিষ্ঠার পর থেকে ইসলামী সংগীত নিয়ে কাজ করে যাচ্ছে কলরব। আগামী রমজানকে সামনে রেখে ভিন্ন আঙ্গিকের সংগীত নিয়ে আসছে দলটি।

* স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদীর বিজ্ঞাপন :


বাংলাদেশ সময় : ১৯১০ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।