সুফি ঘরানার জনপ্রিয় শিল্পী পারভেজের শেষ একক অ্যালবাম ‘প্রহর’ প্রকাশিত হয় ২০১২ সালের পহেলা বৈশাখে। মাঝে চলে গেছে টানা চার বছর।
এটি পারভেজের তৃতীয় অ্যালবাম। এতে স্থান পেয়েছে নয়টি নতুন গান। এর মধ্যে চারটির কথা লিখেছেন ও সুর করেছেন সৌমিক কুন্ডু। প্রদীপ সাহার কথায় তিনটি গান সুর করেছেন অভি আকাশ, এগুলোর সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু। ট্র্যাডিশনাল কাওয়ালি গানসহ আরও থাকছে সুমন কল্যাণের সুর-সংগীতে একটি গান।
অ্যালবামের নাম ‘পাগল’ কেনো? উত্তরে পারভেজ বলেন, ‘দেখুন আমি তো পাগলই! তবে গানের জন্য। পাগল না হলে কী একটা অ্যালবাম গোছাতে চার বছর সময় খেয়ে ফেলি! আগে কতোটা কী করেছি জানি না। তবে এবার চেষ্টা ছিলো শুধু নিজের পছন্দটাকেই শ্রোতাদের কাছে তুলে ধরার। গানগুলো শুনলে গানের প্রতি আমার নিখাদ পাগলামিটা বুঝতে পারবেন সবাই। ’
‘পাগল’ অ্যালবামের গানগুলোর শিরোনাম হলো- ‘ফিরে আসলি না’, ‘আজ রাত’, ‘ওরে প্রেম’, ‘বিধাতা জানে’, ‘একা বসে’, ‘মন শহরে’ প্রভৃতি। সিএমভি জানায়, চলতি সপ্তাহে অ্যালবামটি ডিজিটাল পদ্ধতিতে ও সিডি আকারে প্রকাশ করা হবে।
বাংলাদেশ সময় : ১১১৩ ঘণ্টা, মার্চ ২০, ২০১৬
জেএইচ