ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

আইসিসিকে বিনোদন অঙ্গনের তারকাদের ধিক্কার

জনি হক, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৪ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
আইসিসিকে বিনোদন অঙ্গনের তারকাদের ধিক্কার (বাঁ থেকে) সুবর্ণা মুস্তাফা, শাফিন আহমেদ, আসিফ আকবর ও পান্থ কানাই

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ পেসার তাসকিন আহমেদ ও বাঁ-হাতি স্পিনার আরাফাত সানিকে নিষিদ্ধ করায় ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিন্দা চলছে সামাজিক যোগাযোগের মাধ্যমে। পিছিয়ে নেই বিনোদন অঙ্গনের তারকারাও।

বিশেষ করে তাসকিনকে নিয়মানুযায়ী সর্বোচ্চ সতর্ক না করে উল্টো অবৈধ ঘোষণার কারণে এ বিষয়ে নানান মন্তব্যের মাধ্যমে আইসিসির এমন হঠকারিতাকে ধিক্কার জানিয়েছেন তারা।

মাইলস ব্যান্ডের গায়ক-গিটারশিল্পী শাফিন আহমেদ লিখেছেন, ‘তাসকিন ও সানি দেড় বছরেরও বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছে। অথচ তাদের বোলিং অবৈধ খুঁজে বের করা হলো বিশ্বকাপের মাঝামাঝি? আর এতো দ্রুত তাদেরকে নিষিদ্ধ করা হলো। বিসিবি কোনো প্রতিবাদই করলো না। এটা ভয়ঙ্কর অন্যায়। ’

অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা লিখেছেন, ‘মুস্তাফিজের সাসপেনশন অর্ডারের জন্য অপেক্ষা করছি! এ নিষেধাজ্ঞাও আসছে। শুধু অপেক্ষা করুন আর দেখুন। ’ তিনি আইসিসিকে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল বলে ভর্ৎসনা করেছেন। তার ভাষ্য, ‘ভারতীয়দের ফায়দা তৈরি করে দেওয়াই তাদের কাজ। কী লজ্জা!’

চলচ্চিত্র পরিচালক স্বপন আহমেদ এটাকে ষড়যন্ত্র হিসেবে দেখছেন। তার মতে, ‘ওরা ঠিকই করে রেখেছিলো অস্ট্রেলিয়া আর ভারত ম্যাচের আগে আমাদের সেরা বোলারদের সরিয়ে দেবে। ভাগ্যিস এখনও মুস্তাফিজকে খেলানো হয় নাই! আইসিসিকে ধিক্কার। ’ ‬

সামাজিক যোগাযোগের মাধ্যমে আইসিসিকে নিয়ে যে হারে ট্রল হচ্ছে, এর পেছনে তাদের কর্মকান্ডই দায়ী বলে মনে করেন নির্মাতা স্বপন আহমেদ। তিনি বলেছেন, ‘তাসকিন, আমরা তোমার সঙ্গে আছি। ভয় পেও না। ’

নির্মাতা মাবরুর রশিদ বান্নাহ উল্লেখ করেছেন ক্রিকেট দূষিত হয়ে গেছে! আরেক নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ তির্যক কণ্ঠে বললেন, ‘সাবাশ আইসিসি! তাসকিন যদি নিষিদ্ধ হয় তাহলে পুরো দল নয় কেনো? লজ্জা হয় আইসিসির এ সিদ্ধান্তে। ’ মূকাভিনেতা নিথর মাহবুব লিখেছেন, ‘আইসিসি নামক আজগবি সংস্থার পাগল-ছাগল কর্মকর্তারা বাংলাদেশের ক্রিকেটকে ধ্বংস করার চেষ্টায় মত্ত। আসুন আমরা আইসিসির বিরুদ্ধে গর্জে উঠি। ’

কণ্ঠশিল্পী আসিফ আকবর লিখেছেন, “বাংলাদেশ শিকারে ভারত-পাকিস্তান ঐক্যবদ্ধ। তবুও দেশ এ দুই দলের পক্ষেই বিভক্ত। ‘আবার তোরা মানুষ হ’ সিনেমাটা আবারো দেখতেই হবে। ” গায়িকা আলিফ আলাউদ্দিন কড়া ভাষায় বুঝিয়েছেন আইসিসি চুলায় যাক!

সুরকার রাজেশ ঘোষ বিসিবির করণীয় নিয়ে রসিকতার সুরে পরামর্শ দিয়েছেন। তার মতে, ‘তাসকিনের কথিত অবৈধ বোলিং অ্যাকশন নিয়ে আইসিসি যে অবৈধ পরীক্ষা নিয়ে অবৈধভাবে বাদ দিয়ে বাংলাদেশ দলের মনোবল ভেঙে দিয়েছে, সঙ্গে বাংলাদেশের ১৬ কোটি মানুষেরও স্বপ্ন আর মনোবল ভেঙে গেছে। তাই ক্ষতিপূরণ হিসেবে আইসিসির কাছ থেকে ১৬ কোটি ডলার ও আইসিসির দাপুটে কর্মকর্তাদের মধ্যে ১৬ জনকে ১৬ বছরের সশ্রম কারাদণ্ডের সুপারিশ করা উচিৎ, যেন ভবিষ্যতে এমন অবৈধ সিদ্ধান্ত নেওয়ার আগে তারা ১৬বার চিন্তা করে। ’

সংগীতশিল্পী পান্থ কানাই বিরক্তি নিয়ে বলেছেন, ‘খেলাই দেখবো না। ’ উপস্থাপিকা-অভিনেত্রী শ্রাবণ্য তৌহিদা বলেন, ‘তাসকিন ও সানি নিষিদ্ধ! তাসকিনের নিষিদ্ধ হওয়া মেনে নেওয়া খুবই কঠিন। হিথ স্ট্রিকও পরীক্ষার সময় তার সঙ্গে নিশ্চিন্ত ছিলেন। ’

অভিনেত্রী শবনম ফারিয়া লিখেছেন, ‘সরি তাসকিন। তুই দুর্নীতির শিকার। তুই অনেক বড় হবি। যদি তোর মেধা থাকে তোকে কেউ থামাতে পারবে না। তোর জন্য সবসময় শুভকামনা রইলো বন্ধু। হতাশ হবি না। ’ তাসকিন ও সানিকে সাহস জুগিয়ে জয় শাহরিয়ার লিখেছেন, ‘ঘাবড়াবেন না। আমরা আপনাদের সঙ্গে আছি। আপনাদের দু’জনের সঙ্গে আছে বাংলাদেশ। জানি বাঘ কখনও হাল ছাড়ে না। ’

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, মার্চ ২০, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।