নারায়ণগঞ্জ থেকেঃ মস্তিষ্কে ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা জনপ্রিয় অভিনেত্রী পারভীন সুলতানা দিতির মরদেহ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিজ বাড়িতে আনা হয়েছে। মরদেহটি দত্তরপাড়া জামে মসজিদ মাঠে রাখা হয়েছে।
সোমবার (২১ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে নিজ বাড়ি উপজেলার দত্তরপাড়া জামে মসজিদের মাঠে মরদেহটি আনা হয়। দিতির বড় ভাই মনির হোসেন জানান, সোমবার বাদ জোহর দত্তরপাড়া জামে মসজিদের মাঠে নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। পারিবারিকভাবেই এ সিদ্ধান্ত হয়েছে।
এদিকে জনপ্রিয় অভিনেত্রী পারভীন সুলতানা দিতির মরদেহ আসার পর থেকেই নিজ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দিতির মরদেহ দেখতে সহকর্মী, বন্ধুবান্ধবসহ এলাকার শত শত নারী-পুরুষ ভিড় জমায়। সেখানে পরিবারসহ আতœীয় স্বজনরা কান্নায় ভেঙে পড়েছেন।
** সোনারগাঁওয়ে পারিবারিক কবরস্থানে দিতির দাফনের প্রস্তুতি সম্পন্ন
** দিতির দ্বিতীয় জানাজা সম্পন্ন, মরদেহ সোনারগাঁর পথে
** ব্যথাটা বেদনা হবে বুঝিনি । । ফাহমিদা নবী
** দিতির সঙ্গে রোমান্টিক সিন করতে সমস্যা হতো: আলমগীর
** দিতি নাই কিছু নাই!
** চিরবিদায় দিতি, ফেসবুকে শোক
** দিতির প্রথম জানাজা সম্পন্ন, ১০টায় মরদেহ যাবে এফডিসিতে
** বাবার কবরের পাশে সমাহিত হবেন দিতি
** বাদ এশা দিতির প্রথম জানাজা, সোমবার দুপুরে দাফন
** চিত্রনায়িকা দিতি আর নেই
বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, মার্চ ২১, ২০১৬
জেএইচ