চলচ্চিত্রের গল্প ঘুরছে বলিউড অভিনেত্রী টুইংকেল খান্নার ভাবনায়। অভিনয় থেকে দূরে থেকে এখন লেখিকা পরিচয়েই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করছেন তিনি।
তবে চিত্রনাট্য লেখায় দক্ষতা দেখাতে পারবেন কি-না তা নিয়ে নিশ্চিত নন টুইংকেল। তবে ভালো হোক মন্দ হোক, প্লট ঠিকই দিতে পারবেন তিনি। এটুকু বিশ্বাস আছে তার। ৪২ বছর বয়সী এই তারকা বলেছেন, ‘আমার মাথায় একটা ছবির গল্প আছে। জানি না চিত্রনাট্য লিখতে পারবো কি-না। কিন্তু গল্প লিখতে পারি। কেউ সেটাকে চিত্রনাট্যে রূপান্তর করতে পারে। ’
এরপর রসিকতা করে টুইংকেল বলেন, ‘চেতন ভগত হওয়ার লক্ষ্য আমার ভেতরে তাড়না দিচ্ছে!’ চেতন হলেন ভারতের জনপ্রিয় ঔপন্যাসিকদের একজন। তার উপন্যাস নিয়ে তৈরি হয়েছে ‘থ্রি ইডিয়টস’ ও ‘টু স্টেটস’ ছবি দুটি।
১৯৯৫ সালে ‘বারসাত’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন টুইংকেল। ভারতের দুটি শীর্ষ দৈনিকে নিয়মিত কলাম লিখছেন তিনি। গত বছর প্রকাশিত হয় তার প্রথম বই ‘মিস্টার ফানিবোন্স’।
অভিনয় থেকে লেখালেখিতে আসার পর মানুষের উপলব্ধি বদলেছে কি-না প্রশ্নের উত্তরে টুইংকেল বলেন, ‘দুর্ভাগজনক হলো হ্যাঁ! লেখিকা হিসেবে হঠাৎ সবাই আমাকে অনেক সম্মান করছে। কিন্তু আমার মনে হয় বিনোদন অঙ্গনের সবাইকেও একইরকম সম্মান দেওয়া উচিত। তাদের কাজটা সহজ মনে হলেও এখনও আমার কাছে তা রীতিমতো ভীতির। নিজের ঘরে বসে লেখার মধ্যে স্বাধীনতা আছে। কিন্তু তাদের কাজটা কঠিন। ’
বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, মার্চ ২১, ২০১৬
বিএসকে/জেএইচ