সাধারণত কোনো অ্যালবাম মোবাইলে প্রকাশিত হলে সিডি আকারে বের হয় মাসখানেক বা তারও পর। কিন্তু সংগীতশিল্পী তাহসান ও ইমরানের প্রথম দ্বৈত অ্যালবাম ‘মন কারিগর’ প্রকাশিত হলো দুই মাধ্যমেই।
সোমবার (২১ মার্চ) সারাদেশে সিডি আকারে অ্যালবামটি বাজারে এনেছে সিডি চয়েস। পাশাপাশি জিপি মিউজিক থেকে শোনা এবং ডাউনলোড করা যাচ্ছে গানগুলো।
‘মন কারিগর’-এ দুই শিল্পী তিনটি করে মোট ছয়টি গানে কণ্ঠ দিয়েছেন। তাহসানের গাওয়া গানগুলোর শিরোনাম ‘মন কারিগর’, ‘কেউ না জানুক’ এবং ‘ধ্রুবতারা’। ইমরান গেয়েছেন ‘শোনো তুমি’, ‘নিশিরাতে’ এবং ‘বলো কবে দেখা হবে’। সব গানের কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর ও সংগীতায়োজনে ইমরান।
তাহসান বলেন, ‘এই অ্যালবামের প্রতিটি গানে নতুনত্ব আছে। কথা, সুর ও সংগীতায়োজনের সমন্বয়ও হয়েছে দারুণ। শ্রোতারা শুনলেই সেটা বুঝতে পারবেন। ’
গত ভালোবাসা দিবসে অ্যালবামটি বের হওয়ার কথা ছিলো। সে প্রসঙ্গে ইমরান বলেন, “আমার অনেক স্বপ্নের অ্যালবাম ‘মন কারিগর’। অবশেষে এটি বের হওয়ায় খুব ভালো লাগছে। এর প্রতিটি গানই শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। ”
জানা গেছে, ‘মন কারিগর’ অ্যালবামে তাহসান ও ইমরানের গাওয়া একটি করে গানের মিউজিক ভিডিও প্রকাশ হবে আসছে পহেলা বৈশাখে।
বাংলাদেশ সময় : ০৯০৬ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
জেএইচ