ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

আবার ‘টার্মিনেটর’, আবার শোয়ার্জনেগার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
আবার ‘টার্মিনেটর’, আবার শোয়ার্জনেগার আর্নল্ড শোয়ার্জনেগার

হলিউডের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘টার্মিনেটর’-এর ষষ্ঠ কিস্তি তৈরি হবে। গত ১৮ মার্চ এ সুখবর দিলেন হলিউড তারকা আর্নল্ড শোয়ার্জনেগার।

গত বছর মুক্তি পাওয়া সিরিজের পঞ্চম পর্ব ‘টার্মিনেটর জেনেসিস’ বক্স অফিসে ফ্লপ হলেও সিরিজটির ভবিষ্যত নিয়ে তিনি আশাবাদী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নতুন ‘টার্মিনেটর’ ছবি প্রসঙ্গে শোয়ার্জনেগার মুখ খুলেছেন। ৬৮ বছর বয়সী এই মার্কিন অভিনেতার ভাষ্য, ‘নতুন পর্বের জন্য পুরোপুরি মুখিয়ে আছি। ’

‘টার্মিনেটর’ ছবির নতুন ট্রিলজির প্রথম ছবি হিসেবে তৈরি হয় ‘টার্মিনেটর জেনেসিস’। কিন্তু উত্তর আমেরিকার বক্স অফিসে ব্যর্থ ও নেতিবাচক পর্যালোচনা হওয়ায় নির্মাতাদের কপালে ভাঁজ পড়েছে। এর আয় হয়েছে ১০ কোটি ডলারেরও কম। তবে চীনের মতো অন্য দেশে এটি ভালো ব্যবসা করেছে। ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘টার্মিনেটর জেনেসিস’-এ শোয়ার্জনেগারের পাশাপাশি অভিনয় করেন এমিলিয়া ক্লার্ক, জেসন ক্লার্ক এবং জেই কুর্টনি।

ছবিটি ব্যর্থ হওয়ায় প্যারামাউন্ট পিকচার্স ট্রিলজির দ্বিতীয় ছবিটি নির্মাণের প্রক্রিয়া থামিয়ে রাখে। স্টুডিওটির পরিবেশনায় ২০১৭ সালের ১৯ মে মুক্তি পাবে ‘বেওয়াচ’। এ সময়টি বরাদ্দ ছিলো নতুন ‘টার্মিনেটর’ ছবির জন্য।

বাংলাদেশ সময়: ১০২৯ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।