টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেন পর্বে গত ২০ মার্চ ভারত-পাকিস্তান ম্যাচটা বিশেষ ছিলো নানান কারণে। এদিন কলকাতার ইডেন গার্ডেনসে ভারত জিতেছে, এটা অন্যতম কারণ।
ভুলভাবে জাতীয় সংগীত গাওয়ার অভিযোগে বিগ বি’র বিরুদ্ধে সোমবার (২১ মার্চ) নয়াদিল্লির অশোক নগর থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা করেছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাতা উলহাস পিআর।
মামলায় বলা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ৫২ সেকেন্ডের জায়গায় জাতীয় সংগীত গাইতে ১ মিনিট ২২ সেকেন্ড সময় নিয়েছেন অমিতাভ। তাছাড়া ‘সিন্ধ’ শব্দের পরিবর্তে ৭৩ বছর বয়সী এই অভিনেতা ব্যবহার করেছেন ‘সিন্ধু’। পুলিশ অভিযোগটি গ্রহণ করেছে। এখন সব খুঁটিয়ে দেখছেন তারা।
উলহাস এর আগেও বলিউড তারকাদের বিরুদ্ধে মামলা করেছিলেন। ‘পিকে’ ছবিতে পুলিশকে ঠুল্লা বলায় গত বছরের আগস্টে বলিউড সুপারস্টার আমির খানের বিরুদ্ধে অভিযোগ তোলেন তিনি। এরপর নভেম্বরে ভারতে অসহিষ্ণুতা নিয়ে মন্তব্য করায় আমিরের বিরুদ্ধে মামলা করেন তিনি।
এদিকে ভারত-পাকিস্তান ম্যাচে জাতীয় সংগীত গাওয়ার জন্য কোনো সম্মানী নেননি অমিতাভ। উল্টো পকেটের পয়সা খরচ করে মুম্বাই থেকে কলকাতায় এসেছেন ও হোটেল ভাড়া দিয়েছেন। এ খবর দেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী।
বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
বিএসকে/জেএইচ