ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘স্বর্ণলতা’য় বিহারীদের দু‍ঃখগাঁথা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
‘স্বর্ণলতা’য় বিহারীদের দু‍ঃখগাঁথা

স্বর্ণলতা একটি পরজীবী উদ্ভিদ। এর কোনো পাতা নেই।

লতাই এর দেহ-কান্ড-মূল। লতা থেকেই বংশ বিস্তার। সোনালী রংয়ের চিকন লতা আছে বলে এর নাম স্বর্ণলতা। এর ঔষধি গুণ আছে। অনেক ক্ষেত্রে আশ্রয়দাতা গাছের মৃত্যুর জন্য দায়ী থাকে এই উদ্ভিদ। বাংলাভিশন চ্যানেলে একঘণ্টার ব্যাপ্তির ধারাবাহিক নাটক শুরু হচ্ছে বুধবার (২২ মার্চ) থেকে। এর নাম ‘স্বর্ণলতা’। জেনে নেয়া যাক নাটকটির গল্প।

‘স্বর্ণলতা’র কাহিনীতে দেখা যাবে রেহমাদের পরিবার বিহারী ক্যাম্প ছেড়ে, পুরান ঢাকার চক বাজারে বসবাস করতে শুরু করে। রেহমারা চার বোন ও দুই ভাই। বাবা মারা গেছেন বছর পাঁচেক আগে। এরপর থেকে ছোট ভাই মেজবাহর উপার্জনে চলে সংসার। চকবাজারে একটি পুরনো তিনতলা বাড়ীর দোতলায় ওঠে রেহমাদের পরিবার। ওর অন্য বোন হিরমা, নাজিয়া, সাজিয়া ও বড় ভাই ওমর। বড় ভাইটি কোনো কাজ করে না।

এক সময় পরিবারের চার বোনের বিয়ে হয়ে যায়। উঠতে বসতে বারবার হিরমা ও রেহমাদের শুনতে হয় তারা বিহারী, তাদেরকে বিয়ে করে ভুল করেছে তাদের স্বামী। আর অন্য দিকে বাকি পারিবারের সদস্যরা এই ভূখন্ডে নিজেদের মানিয়ে নিতে প্রতিনিয়ত যুদ্ধ চালিয়ে যায়। নাটকের নাম ‘স্বর্ণলতা’ কেন পাঠক নিশ্চয়ই বুঝতে পারছেন?

পরিচালক সুমন আনোয়ার জানান, ‘স্বর্ণলতা’য় একটি বিহারী পরিবারের অন্তর্দহনের চিত্র তুলে ধরা হয়েছে। সেটা সব ধরনের সম্পর্কে’র জায়গা থেকে।

সুমন আনোয়ারের রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন মামুনুর রশীদ, শহীদুল আলম সাচ্চু, ইন্তেখাব দিনার, সাদিয়া জাহান প্রভা, শামীমা তুষ্টি, সাব্বির আহমেদ, মাজনুন মিজান, সুষমা সরকার, মুনিরা মিঠু, ইশরাত নিশাত, লুৎফর রহমান জর্জ, সানজিদা তন্ময়, সাদিকা স্বর্ণা, জুঁই প্রমুখ। এক ঘন্টা দৈর্ঘের ধারাবাহিকটি প্রতি মঙ্গল ও বুধবার রাত ৯টা ৫ মিনিটে প্রচার হবে বাংলাভিশনে।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।