সদ্য প্রয়াত অভিনেত্রী পারভীন সুলতানা দিতি মানুষ হিসেবে ছিলেন অনন্য সাধারণ। নিজের কাজের ক্ষেত্র অভিনয় হলেও অন্য অঙ্গনের শিল্পীদের সঙ্গেও ছিলো তার সুসম্পর্ক।
আসিফ আকবর মঙ্গলবার (২২ মার্চ) দিতির সঙ্গে সাক্ষাতের ঘটনা নিয়ে ফেসবুক পাতায় স্ট্যাটাস লিখেছেন। আসিফের বক্তব্য, ‘প্রিয় দিতি আপা আমাদের মাঝে নেই। কাজের ক্ষেত্র ভিন্ন হওয়াতে আমাদের খুব একটা দেখা হতো না । উনার সাথে তেমন কোনো স্মৃতি আমার নেই। তবে আমরা ২০০২ সালে একসাথে দক্ষিণ কোরিয়া সফরে গিয়েছিলাম। ’
আসিফ আরও লেখেন, ‘আমার বয়স তখন ত্রিশ । নব্য তারকাখ্যাতি পাওয়া সদাচঞ্চল হরিণের বাচ্চার মত তিড়িং বিড়িং করে বেড়াই। রাজধানী সিউল থেকে ২০০ কিলোমিটার দূরে- ওজেম্বো নামে আরেকটি শহরে আমরা গিয়েছিলাম বাসে করে। পৃথিবীর সব জায়গার মতো সিউলেও আমার বন্ধু ছিলো। সে এলো আমার সঙ্গে দেখা করতে। বাসে উঠতেই অশিক্ষিত আয়োজক ওর সাথে খারাপ ব্যবহার করে বসলো। ’ বিষয়টি মেনে নিতে পারেননি আসিফ। তিনি বলেন,‘প্রাকৃতিকভাবেই গালিগালাজ শিখে, করে বড় হয়েছি আমি। বন্ধুর অপমান সহ্য হয়নি, তাই পার্টিকে ব্যাপক খিস্তি খেউর করেছিলাম। দিতি আপা ব্যাপারটা পছন্দ করেননি, তিনি আমাকে মুখ খারাপ করতে বারণ করলেন। আমি উনাকে চুপ থাকতে বলে বন্ধুর অপমানের প্রতিশোধ নিচ্ছিলাম। ’ এরপর আসিফের অনুভূতিতে সাড়া ফেলে বিষয়টি। অাসিফ যোগ করেন, ‘পরবর্তীতে দিতি আপা ব্যাপারটা মনে রাখেননি, আমারও ক্ষমা চাওয়া হয়নি। তবে যখনই রেগে যাই কিংবা মুখ খারাপ করার ব্যাপার আসে, তখনই দিতি আপার মুখটা ভেসে ওঠে, নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি। আপা আমাকে ক্ষমা করবেন, সম্মান এবং লজ্জা টাকা দিয়ে কেনা যায় না। মহান আল্লাহ্ তায়ালা আপনার আত্মাকে শান্তি দিন, আপনার পরিবারকে শক্তি দিন – আমীন । ’
বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
এসও