সুরে ভরা নদীর বাঁকে উত্তরসূরী মেয়ে মায়ের উপচেপড়া সুরভান্ডার থেকে সুরে সুরে কিছু কিছু কুড়িয়ে নেয়। সংগীতশিল্পী ফাতেমা তুজ জোহরার কন্যা নাজিয়া মিশকাত তমার কথা বলা হচ্ছে।
‘প্রথম প্রদীপ জ্বালো’ নামের অ্যালবামটির মোড়ক খোলা হবে আগামী ২৫ মার্চ। ওইদিন সন্ধ্যায় ৬টায় রাজধানীর ছায়ানট সংস্কৃতি ভবন মিলনায়তনে হবে অনুষ্ঠানটি।
এখানে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, নজরুলসংগীত শিল্পী খালিদ হোসেন, কণ্ঠশিল্পী সৈয়দ আব্দুল হাদী। ‘বাংলাদেশ মম’ শিরোনামে আবৃত্তি করবেন কলকাতার বাচিক শিল্পী ডালিয়া বসু সাহা।
‘প্রথম প্রদীপ জ্বালো’ বাজারে আনছে জি-সিরিজ।
বাংলাদেশ সময় : ০৯১৩ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৬
জেএইচ