ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

শশী কাপুরের মৃত্যুর গুজব

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৩ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৬
শশী কাপুরের মৃত্যুর গুজব শশী কাপুর

শারীরিক অবস্থা অবনতির হওয়ার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে কিংবদন্তি অভিনেতা শশী কাপুরকে। বৃহস্পতিবার (২৪ মার্চ) ভারতীয় কিছু সংবাদমাধ্যম এমনটাই গুঞ্জন ছড়িয়েছে।

তিনি মারা গেছেন বলেও গুঞ্জন ছড়ায়। তবে সে গুঞ্জনকে উড়িয়ে দিয়ে শশী কাপুরের পরিবার জানান, তিনি সম্পূর্ণ ভালো আছেন।

এ খবর মিথ্যা জানিয়ে শশী কাপুরের ভাতিজা অভিনেতা ঋষি কাপুর টুইটারে লিখেছেন, ‘এসব গুঞ্জন বন্ধ করুন। মামা (শশী কাপুর) এখন বাসায় রয়েছেন। তিনি এখনও জীবিত এবং ভালো আছেন। ’

১৯৩৮ সালের ১৮ মার্চ জন্মগ্রহণ করেছেন কিংবদন্তি এই অভিনেতা। আইকনিক অভিনেতা রাজ কাপুর ও শ‍াম্মী কাপুরের ভাই তিনি। মাত্র চার বছর বয়সে বাবার পরিচালিত নাটকে অভিনয় করেছেন তিনি। ১৯৫০ সালে সহকারি পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন জনপ্রিয় এই অভিনেতা। এরপর ১৯৬১ সালে ‘ধর্মপ‍ুত্র’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি। ৭৮ বছর বয়সী এই অভিনেতা বেশ কিছুদিন ধরেই কিডনীর সমস্যায় ভুগছেন। এ কারণে হুইল চেয়ারে বসে চলাফেরা করেন তিনি।

একসময়ের হার্টথ্রব নায়ক শশী কাপুরের ছবিগুলো দর্শক আজও ভোলেনি। তিনি অভিনয় করছেন ছোটবেলা থেকে। ১১৬টি হিন্দি ছবিতে দেখা গেছে তাকে। এর মধ্যে ৬১টিতে তিন দশক জুড়ে পর্দায় নায়ক হিসেবে অভিনয় করেছেন তিনি। এর মধ্যে উল্লেখযোগ্য- ‘দিওয়ার’, ‘সত্যম শিবম সুন্দরম’, ‘কাভি কাভি’, ‘যব যব ফুল খিলে’, ‘নিদ হামারি খোয়াব তুমহারি’, ‘ওয়াক্ত’, ‘আ গালে লাগ জা’, ‘রোটি কাপড়া অউর মাকান’, ‘হিরালাল পান্নালাল’, ‘আওয়ারা’ প্রভৃতি। রাখি, শর্মিলা ঠাকুর, নন্দা, হেমা মালিনী ও জিনাত আমানের সঙ্গে বড় পর্দায় শশী কাপুরের রসায়ন সারাভারতে আলোড়ন সৃষ্টি করেছিলো। অভিনয়ের বাইরে বেশ কিছু ছবি প্রযোজনা করেছেন শশী।

ভারতীয় চলচ্চিত্রে তার অবদান অসামান্য। তাই গত বছর দাদাসাহেব ফালকে পুরস্কার পান তিনি। এর আগে ২০১১ সালে পদ্মভূষণ খেতাবে ভূষিত হন শশী কাপুর।  

বাংলাদেশ সময়: ০৯৫৪ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৬
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।