গত বছরের ডিসেম্বরে চেন্নাইয়ের তামিলনাড়ু ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ হয়েছে ২৮ লাখের মতো পরিবার। গৃহহীন হয়েছে অনেকে।
সম্প্রতি একটি এনজিও সংস্থার সঙ্গে হাত মিলিয়েছেন বলিউডের এই অভিনেত্রী। এই সংস্থাটির মাধ্যমে বন্যায় ক্ষতিগ্রস্থ ও গৃহহীন মানুষদের জন্য ঘর তৈরির আহ্বান জানাবেন শ্রীলঙ্কান এই সুন্দরী। আগামী মাস থেকে এর কাজ শুরু করবেন তিনি।
বৃহস্পতিবার (২৪ মার্চ) সুরুববান স্কুলের একটি অনুষ্ঠানে উপস্থিত হবে ৩০ বছর বয়সী এই অভিনেত্রী। সেখানে তিনি শিক্ষার্থীদের বন্যার ত্রান কাজে উৎসাহিত করবেন।
এর আগে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য দক্ষিণী ছবির সুপারস্টার রজনীকান্ত ১০ লাখ এবং ‘সিংঘাম’ তারকা সুরিয়া ২৫ লাখ রুপি অনুদান দিয়েছেন। অভিনেতা অল্লু অর্জুন ২৫ লাখ রুপি ও মহেশ বাবু দিয়েছেন ১০ লাখ রুপি। এ ছাড়া দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য ‘বাহুবলী’ তারকা রানা দাগ্গুবাতি ‘মানা মাদ্রাস কসম’ নামে একটি অভিযান কর্মসূচি চালু করেছেন।
বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৬
বিএসকে