আশরাফুল [চঞ্চল চৌধুরী] সদ্য গ্রাম থেকে আসা এক সহজ সরল তরুণ । অন্য কোনও কাজ জোগাড় করতে না পেরে আপাতত টিউশনিকেই পেশা হিসেবে বেছে নিয়েছে।
যা’ হোক ভাবনা যেখানে ‘ওয়াও’, ‘অসাম’, ‘ঝাক্কাস’, ‘জটিল’, ‘লল’ কালচারে অভ্যস্ত, সারাদিন ফেসবুকিং করে, সেখানে চঞ্চলের কোনও মোবাইল ফোনই নেই। নেই বলতে সে ইচ্ছা করেই মোবাইল ফোন ব্যবহার করে না, এটা তার এক ধরনের প্রতিবাদ। কিসের প্রতিবাদ? সেটা জানা যাবে টেলিছবির গল্পে। এ রকম দুই মেরুর দুই বাসিন্দার মধ্যে কী প্রেমের কোনো সম্পর্ক গড়ে উঠবে। কীভাবে? এটি দেখা যাবে ‘ওয়াও’ টেলিছবিতে। এতে আরও অভিনয় করেছেন মিশু সাব্বির, মুকুল সিরাজ, হায়দার মিথুন, তুপা প্রমূখ। পরিচালক মাসুদ সেজান। প্রথমবারের মতো এই এই নির্মাতার সঙ্গে কাজ করেছেন চঞ্চল ও ভাবনা।
নাটকটি সম্পর্কে অভিনেতা চঞ্চল চৌধুরী বলেছেন ‘ সেজান ভাইয়ের সঙ্গে এটিই আমার প্রথম কাজ। তার দর্শকপ্রিয় অনেক কাজ আমি দেখেছি। তার সঙ্গে কাজ উপভোগ করেছি। ’
ভাবনার মতে, গল্পটি সমসাময়িক, বর্তমান প্রজন্মের ফেসবুক, ভাইবার, হোয়াটস আপ ম্যানিয়ার বিপরীতে সেজান ভাই একটি চমৎকার মেসেজ দিয়েছেন। তার সঙ্গে প্রথমবার কাজ করলেও আমাদের বোঝাপড়ায় কোনও সমস্যা হয়নি। ’
নির্মাতা মাসুদ সেজান বলেন, ‘চঞ্চল চৌধুরী ও ভাবনা এই কাজটিতে বেশ আন্তরিক ছিলেন। আমার খুব ভালো লেগেছে। নাটকটি দর্শক উপভোগ করবেন বলেই বিশ্বাস করি। ’
নির্মাতা জানান, বাংলাভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ৩১ মার্চ রাত ১১টা ২০মিনিটে প্রচার হবে।
বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৬
এসও