চিত্রনায়িকা নিপুন বিভিন্ন ধরনের চরিত্রে সুনিপুন অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন। বাণিজ্যিক চলচ্চিত্রের পাশাপাশি তিনি নজর কেড়েছেন সাহিত্য নির্ভর ছবিতে।
শাহ আলম কিরন পরিচালিত ‘৭১ এর মা জননী’ রাজধানীর দুটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। শুক্রবার (২৫ মার্চ) থেকে ছবিটি দেখা যাচ্ছে বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্স ও যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাসে।
নিপুন জানান, স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারি অনুদানের ছবিটি আবারও দর্শকের সামনে আসায় তিনি দারুণ খুশি।
ছবিটিতে নিপুনের স্বামীর ভূমিকায় আছেন আগুন। ‘৭১-এর মা জননী’ এখনও যারা দেখেননি তাদেরকে প্রেক্ষাগৃহে এসে ছবিটি উপভোগ করার আহবান জানান।
আনিসুল হকের 'জননী সাহসিনী ১৯৭১' উপন্যাস থেকে নির্মিত ছবিটি গল্পে উঠেছে মুক্তিযুদ্ধ ও তার পরের সময়ের চিত্র। ছবিটিতে তিন রূপে হাজির হয়েছেন নিপুন।
বাংলাদেশ সময়: ১১৪৪ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৬
এসও