ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

টেলিভিশনে স্বাধীনতা দিবস

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৬ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৬
টেলিভিশনে স্বাধীনতা দিবস

বাঙালির শৃঙ্খল মুক্তির দিন ২৬ মার্চ। ১৯৭১ সালের এদিনে বাংলাদেশের স্বাধীনতা ঘোষিত হয়েছিলো।

ইতিহাসের পাতা রক্তে রাঙিয়ে, আত্মত্যাগের অতুলনীয় দৃষ্টান্ত সৃষ্টি করে একাত্তরের এই দিনে যে সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলো এ দেশের মানুষ, দীর্ঘ ৯ মাসের মুক্তিযুদ্ধে এক সাগর রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন এর চূড়ান্ত পরিণতি হয়।

ভয়াল কালরাত্রির পোড়া কাঠ, লাশ আর জননীর কান্না নিয়ে রক্তে রাঙা নতুন সূর্য উঠেছিলো ১৯৭১ সালের ২৬ মার্চ। পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যার অমানিশা ভেদ করেই দেশের আকাশে উদিত হয় স্বাধীনতার চিরভাস্বর লাল সূর্য।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রতি বছরের মতো টিভি চ্যানেলগুলো বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে। এর মধ্যে থাকছে মুক্তিযুদ্ধভিত্তিক ছবি, টেলিছবি, নাটক, নৃত্যানুষ্ঠান, আলোচনা অনুষ্ঠান ইত্যাদি। সেগুলোর মধ্য থেকে কয়েকটির খবর রইলো এখানে।

রংতুলিতে মুক্তিযুদ্ধ
চ্যানেল আইয়ের আয়োজনে বরাবরের মতো এবারও ২৬ মার্চ অনুষ্ঠিত হবে দেশবরেণ্য চিত্রশিল্পীদের অংশগ্রহণে ‘রংতুলিতে মুক্তিযুদ্ধ’। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এর আয়োজন করা হয়েছে তেজগাঁওস্থ চ্যানেল আইয়ের নিজস্ব প্রাঙ্গণে। মুল মঞ্চ থেকে দেশের গান গেয়ে শোনাবেন রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যাসহ নবীন-প্রবীণ শিল্পীরা। এ ছাড়া থাকবে দেশপ্রেম ও মুক্তিযুদ্ধ বিষয়ক কবিতার আবৃত্তি ও নৃত্য পরিবেশনা। অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে চলবে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ এবং বিশিষ্ট ব্যক্তিদের সাক্ষাৎকার।

প্রায় ৫০ জন বরেণ্য চিত্রশিল্পী এ চিত্রাংকনে অংশ নেবেন। এ আয়োজনে সহযোগী হিসেবে রয়েছে গ্যালারী চিত্রক। থাকবেন খেতাবধারী মুক্তিযোদ্ধারা। চিত্রাংকন বিক্রির অর্থ থেকে ৫০ ভাগ প্রদান করা হবে খেতাবধারী মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধ জাদুঘরে। আফজাল হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানটি সকাল ১১টা ০৫ মিনিট থেকে চ্যানেল আইয়ের পর্দায় সরাসরি সম্প্রচার হবে।

মুক্তিযুদ্ধ: চেতনায় অর্জনে
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এনটিভিতে বিকেল ৩টা ১০ মিনিটে প্রচার হবে ‘মুক্তিযুদ্ধ: চেতনায় অর্জনে’। এটি প্রযোজনা করেছেন আলফ্রেড খোকন। ‘স্বাধীনতা পূর্ব ও স্বাধীনতাউত্তর দুই প্রজন্মের নিরিখে আমাদের মুক্তিযুদ্ধ: চেতনায় অর্জনে’ থাকবে অনুষ্ঠানের মূল বিষয়। কবি নির্মলেন্দু গুণের ‘সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের’ কবিতাটি কবিকণ্ঠে ভিডিওচিত্রের মাধ্যমে শুরু। এরপর স্টুডিও ২-এ প্রধান আলোচক থাকবেন কবি আসাদ চৌধুরী ও একজন মুক্তিযোদ্ধার কন্যা। স্টুডিও ২-এর দ্বিতীয় ভাগে থাকবেন সংগীতশিল্পী লিয়ন, তার কণ্ঠে শোনা যাবে ‘তোমাদের যা বলার ছিল বলছে কি তা বাংলাদেশ’ (কথা আসাদ চৌধুরী)।

এরপর ক্যামেরা যাবে সেগুনবাগিচার মুক্তিযুদ্ধ জাদুঘরে। সেখানে থাকবেন আবৃত্তিকার রফিকুল ইসলাম, শহীদ মুক্তিযোদ্ধার সন্তান জাহিদ রেজা নূর ও মঞ্চ অভিনেত্রী ‘কহে বীরঙ্গনা’খ্যাত জ্যোতি সিনহা। পর্যায়ক্রমে তাদের কাছ থেকে চেতনা ও অর্জনের উপলব্ধি শোনাবেন উপস্থাপক ইভান। থাকবে রফিকুল ইসলামের আবৃত্তি শামসুর রাহমানের কবিতা ‘তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা’। এর ফাঁকে আলোচনার প্রসঙ্গ ধরে থাকবে সায়ানের তিনটি গান। মূল অনুষ্ঠানটি এনটিভি স্টুডিও ২ থেকে উপস্থাপনা করবেন ফারাহ শারমিন।

* ‘যোগ-বিয়োগ’ নাটকে আফরান নিশো ও আনিকা কবির শখ। এনটিভিতে প্রচার হবে রাত ৯টা ০৫ মিনিটে। লিখেছেন সরওয়ার রেজা জিমি, পরিচালনায় তুহিন হোসেন।

* ‘ভয়াল রাতে কমলাপুর স্টেশন’ নাটকের দৃশ্য। বাংলাভিশনে প্রচার হবে রাত ৯টা ০৫ মিনিটে। অভিনয়ে মানস বন্দ্যোপাধ্যায়, শিরিন বকুল, তানভীর, দ্বীপ, অর্ণব, প্রিয়ম প্রমুখ। শাহানা পারভীনের কাহিনী ভাবনায় লিখেছেন হায়দার আনোয়ার খান জুনো, পরিচালনায় কৌশিক শংকর দাশ।

* ‘মধ্যরাতে সাত মাইল’ নাটকে তৌকীর আহমেদ ও জেনি। চ্যানেল আইতে প্রচার হবে রাত ৭টা ৫০ মিনিটে। রাবেয়া খাতুনের গল্প থেকে নাট্যরূপ দিয়েছেন ফজলুল করিম, পরিচালনায় আবুল হায়াত।

* ‘বিশ্বাসঘাতক’ নাটকে তারিক আনাম খান ও প্রভা। আরটিভিতে প্রচার হবে রাত ৮টা ২০ মিনিটে।   লিখেছেন মেজবাহ উদ্দীন সুমন, পরিচালনায় হাবিব মাসুদ।

* ‘আহ্বান’ নাটকে জাহিদ হাসান, জাকিয়া বারী মম। এসএ টেলিভিশনে প্রচার হবে রাত ১১টায়।

* ‘আমি যুদ্ধে যাবো’ টেলিছবিতে বিদ্যা সিনহা মিম ও সম্রাট। মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে দুপুর ১২টা ১৫ মিনিটে। পরিচালনায় নায়করাজ রাজ্জাক।

* ‘যে দিন সিঁথির গল্পে সিঁদুর ছিলো না’ নাটকে তিশা। বৈশাখী টিভিতে প্রচার হবে বিকেল ৪টায়।

* ‘ক্যাকটাস’ নাটকে হিল্লোল, আলী যাকের ও ঈশিতা। এনটিভিতে প্রচার হবে রাত সাড়ে ১১টায়। রিয়াজ মাহমুদ জুয়েলের গল্প নিয়ে চিত্রনাট্য ও পরিচালনা করেছেন তুহিন অবন্ত।

* কণ্ঠশিল্পী ন্যানসি। বাংলাভিশনের ‘হৃদয়ে আমার বাংলাদেশ’ অনুষ্ঠানে গাইবেন তিনি। স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হবে রাত ১১টা ২৫ মিনিটে।

* ‘একাত্তরের উত্তাল মার্চ’ অনুষ্ঠানে জয়ন্ত চট্টোপাধ্যায় ও বুলবুল মহলানবীশ। বাংলাভিশনে প্রচার হবে সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে। সঞ্চালনায় বঙ্গবীর কাদের সিদ্দিকী।

* ‘কালো রাতের কথা’ অনুষ্ঠানের দৃশ্য। বৈশাখী টেলিভিশনের প্রচার হবে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে।

* ‘অপিস গ্লোয়িং চেয়ার’ অনুষ্ঠানে অপি করিম ও এমিরেটস অধ্যাপক ড. আনিসুজ্জামান। গাজী টিভিতে প্রচার হবে দুপুর ১টায়। অনুষ্ঠানটি গ্রন্থনা করেছেন মীর সামী, পরিচালনায় শাহরিয়ার শাকিল।

চলচ্চিত্র
চ্যানেল আইতে দুপুর ২টা ৪০ মিনিটে মান্নান হীরা পরিচালিত ‘একাত্তরের ক্ষুদিরাম’ (মামুনুর রশীদ, ফজলুর রহমান বাবু, ড. ইনামুল হক, মোমেনা চৌধুরী, শিশুশিল্পী স্বচ্ছ, রুদ্র, শাকিল, অন্তরা, মধুমনি, মুন্না, জুয়েল মিজি) ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার। একুশে টেলিভিশনে দুপুর ২টায় এহতেশাম পরিচালিত ‘সৈনিক’ (শাবনূর, অমিত হাসান, সাদেক বাচ্চু), এনটিভিতে সকাল ৮টা ৪৫ মিনিটে তানভীর মোকাম্মেলের ‘নদীর নাম মধুমতি’ (রাইসুল ইসলাম আসাদ, আবুল খায়ের, আলী যাকের, সারা যাকের, তৌকীর আহমেদ, আফসানা মিমি, জয়ন্ত চট্টোপাধ্যায়), আরটিভিতে দুপুর ১২টা ৩৫ মিনিটে ‘তুমি আমার মনের মানুষ’ (শাকিব খান, অপু বিশ্বাস), চ্যানেল নাইনে সকাল ৯টায় ‘কমান্ডার’।

বাংলাদেশ সময় : ১৭৪০ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।