গানটি বাংলাদেশের সমবয়সী। সাক্ষী ইতিহাসেরও।
গোবিন্দ হালদারের লেখা ও স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শিল্পী আপেল মাহমুদের সুরে এবং কণ্ঠে কালজয়ী এই গানটির সঙ্গে এবার যুক্ত হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী পার্থ বড়ুয়া। আপেল মাহমুদের সঙ্গে নতুনভাবে গানটি গেয়েছেন তিনি। দু’জন আছেন এর ভিডিওচিত্রেও।
স্বাধীনতা দিবস উপলক্ষে মোবাইলফোন সেবাদাতা প্রতিষ্ঠান ‘টেলিটকের বিশেষ আয়োজন’ হিসেবে প্রকাশ করা হয়েছে ‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে’ গানটির ভিডিওচিত্র। টেলিটকের ইউটিউব চ্যানেলে ২৪ মার্চ উন্মুক্ত করা হয়েছে এটি।
কালজয়ী এই গানটি ২০০৬ সালে বিবিসি কর্তৃক সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাংলা গান হিসেবে শ্রোতা মনোনীত ২০ সেরা গানের মধ্যে ৭ম অবস্থানে অর্ন্তভূক্ত হয়েছিলো। পার্থ বড়ুয়ার আগে নতুন সংগীতায়োজনে এই গান গেয়েছেন অনেক শিল্পী।
* আপেল মাহমুদ ও পার্থ বড়ুয়ার কণ্ঠে ‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে’ গানের ভিডিও:
বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৬
এসও