ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

আপেল মাহমুদ ও পার্থ বড়ুয়ার যুগলবন্দি (ভিডিও)

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৬
আপেল মাহমুদ ও পার্থ বড়ুয়ার যুগলবন্দি (ভিডিও)

গানটি বাংলাদেশের সমবয়সী। সাক্ষী ইতিহাসেরও।

একইসঙ্গে প্রেম, দ্রোহ আর সম্ভাবনার কথা বলে। সেই গান প্রতিদিন নতুন আবেদন নিয়ে যেন বাংলার বাতাসে ভেসে বেড়ায়। ‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি/মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি…’- কথাগুলো এখনও সমান প্রাসঙ্গিক।

গোবিন্দ হালদারের লেখা ও স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শিল্পী আপেল মাহমুদের সুরে এবং কণ্ঠে কালজয়ী এই গানটির সঙ্গে এবার যুক্ত হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী পার্থ বড়ুয়া। আপেল মাহমুদের সঙ্গে নতুনভাবে গানটি গেয়েছেন তিনি। দু’জন আছেন এর ভিডিওচিত্রেও।  

স্বাধীনতা দিবস উপলক্ষে মোবাইলফোন সেবাদাতা প্রতিষ্ঠান ‘টেলিটকের বিশেষ আয়োজন’ হিসেবে প্রকাশ করা হয়েছে ‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে’ গানটির ভিডিওচিত্র। টেলিটকের ইউটিউব চ্যানেলে ২৪ মার্চ উন্মুক্ত করা হয়েছে এটি।

কালজয়ী এই গানটি ২০০৬ সালে বিবিসি কর্তৃক সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাংলা গান হিসেবে শ্রোতা মনোনীত ২০ সেরা গানের মধ্যে ৭ম অবস্থানে অর্ন্তভূক্ত হয়েছিলো। পার্থ বড়ুয়ার আগে নতুন সংগীতায়োজনে এই গান গেয়েছেন অনেক শিল্পী।

* আপেল মাহমুদ ও পার্থ বড়ুয়ার কণ্ঠে ‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে’ গানের ভিডিও:


বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৬
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।