ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

এবার দেশের গানের অ্যালবাম

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৪ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৬
এবার দেশের গানের অ্যালবাম ফেরদৌস আরা/ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বিশিষ্ট নজরুল সংগীতশিল্পী ফেরদৌস আরা। নজরুলের গানের পাশাপাশি তিনি গেয়েছেন আধুনিক গানও।

তার দেশের গানের সংখ্যাও কম নয়। তবে এবারই প্রথম দেশের গানের অ্যালবাম করছেন তিনি।

‘ওই যে দেখা যায় রে’, ‘এমন সোনার দেশ ওরে ভাই’, ‘আমার মন চলে যায়’, ‘বলতে পারো’, ‘মন আমার ডাকছে ওরে’, ‘মনরে কই’, ‘ফুল পাখি’, ‘সবুজ আলপনা’— ফেরদৌস আরার কণ্ঠে বিভিন্ন সময় শ্রোতাপ্রিয় হয়েছে গানগুলো। এবার তা একই অ্যালবামে শোনা যাবে। সঙ্গে থাকছে আরও দুটি নতুন গান।  
farados_ara_inner
ফেরদৌস আরা জানান, নতুন দুটি গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন ইবরার টিপু। অন্যগুলো সুজেয় শ্যাম, হাবিবুর রহমান, খোন্দকার নূরুল আলম প্রমুখের। ফেরদৌস আরা নিজেও সুর করেছেন। নতুন দুটি গানের কথা লিখেছেন কবির বকুল ও এ মিজান।

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৬
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।