২০১৪ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে দুটি বিভাগে পুরস্কার পেয়েছে ‘বৈষম্য’ ছবিটি। অ্যাডাম দৌলা পরিচালিত শিশুতোষ ছবিটিতে সামাজিক অবক্ষয়ের চিত্র উঠে এসেছে।
পরিচালক জানান, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের সহযোগিতায় ওয়ান স্টোন ফিল্মস ‘বৈষম্য’র বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছে। মঙ্গলবার (২৯ মার্চ) বিকেল সাড়ে ৫টায় চলচ্চিত্র এফডিসির জহির রায়হান কালারল্যাব মিলনায়তনে দেখানো হবে ছবিটি। এ প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত।
এদিকে ‘বৈষম্য’র বিশেষ প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক এম.পি। বিশেষ অতিথি হিসেবে থাকবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। আরও উপস্থিত থাকবেন চলচ্চিত্র ব্যক্তিত্ব সারাহ বেগম কবরী, হায়দার রিজভী প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৬
এসও