ভারতের বিহারের বেগুসরাইতে আগামী ২৭ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক নাট্যোৎসব। আট দিনের এই আয়োজনে আমন্ত্রণ পেয়েছে সেন্টার ফর এশিয়ান থিয়েটার (সিএটি)।
বিহারের কবি দিনকার অডিটোরিয়ামে আগামী ২ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬টায় দলটি মঞ্চায়ন করবে ‘মেটামরফোসিস’। ফ্রানজ কাফকার গল্প অবলম্বনে রূপান্তর করেছেন আনিসুর রহমান, নির্দেশনা দিয়েছেন কামালউদ্দিন নীলু।
‘মেটামরফোসিস’ মূলত প্রাণীর জীবনযন্ত্রণার রূপকাশ্রিত নাট্যভাষ্য। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সেতু আজাদ, রহমতুল্লাহ বাসু, মেজবাউল করিম, ইসমাইল হোসেন স্বপন।
বিহারের আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন প্রদেশসহ তাইওয়ান, ফিলিপাইন, নরওয়ের নাটক রয়েছে।
বাংলাদেশ সময় : ১৫১৫ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৬
জেএইচ