অভিনেতা আবুল হায়াতের কনিষ্ঠ কন্যা নাতাশা হায়াত আগে যা এক-আধটু অভিনয় করতেন, এখন একেবারেই দূরে আছেন ক্যামেরা থেকে। তিনি এখন পুরোপুরি ডিজাইনার।
নাতাশার ডিজাইন করা পোশাক নিয়ে দুই দিনের প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। আগামী ১ ও ২ এপ্রিল রাজধানীর মহাখালীর নিউ ডিওএইচএসে গ্যালারি কসমস-২-এ সকাল ১০টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলবে এটি।
নাতাশা কাজ করেন রোকসানা আফতাবের সঙ্গে। তাদের আইরিসেস ডিজাইনার স্টুডিও বরাবরই আধুনিক, রুচিশীল ও ট্রেন্ডি পোশাকের সুবাদে সুনাম কুড়িয়েছে। তাদের নতুন পোশাকগুলো প্রদর্শনী ছাড়াও পাওয়া যাবে গিন্র রোডে আইরিসেস-এর শোরুমে।
এবারের প্রদর্শনীতে শাড়ি, কামিজ, শিশুদের পোশাকসহ নববর্ষ ও সামার কালেকশন আনছেন নাতাশা। তিনি বললেন, ‘আমার ডিজাইন করা পোশাক শুধু বিত্তশালীরাই কিনতে পারে, অনেকের এ ধারণা ভুল। কাজের বিশেষত্ব ঠিক রেখে সবশ্রেণীর ক্রেতার জন্যই আমি ডিজাইন করি। আশা করছি, বরাবরের মতো এবারও ক্রেতারা আমার ডিজাইন করা পোশাক নিয়ে সন্তুষ্ট হবেন। ’
ডিজাইনের পাশাপাশি নাতাশা পুরোপুরি সংসারী। তার স্বামী অভিনেতা শাহেদ শরীফ খান। নাতাশার বড় বোন বিপাশা হায়াত এখন অাঁকাঅাঁকি আর লেখায় সময় দিচ্ছেন বেশি। নাতাশার দুলাভাই তৌকীর আহমেদ অভিনেতা, নির্মাতা ও স্থপতি।
বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৬
বিএসকে/জেএইচ