ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

নিলামে জ্যাকেট বিক্রি করবেন হ্যারিসন ফোর্ড

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৬
নিলামে জ্যাকেট বিক্রি করবেন হ্যারিসন ফোর্ড

‘স্টার ওয়ারস’ সিরিজের ছবিতে নিজের পরা একটি জ্যাকেট নিলামে তুলবেন হলিউডের বর্ষীয়ান অভিনেতা হ্যারিসন ফোর্ড। এখান থেকে প্রাপ্ত অর্থ দেওয়া হবে নিউইয়র্ক ইউনিভার্সিটির ল্যাঙ্গোন মেডিক্যাল সেন্টারে।

খবর ভ্যানিটি ফেয়ারের।

হলিউডের সর্বকালের অন্যতম ব্যবসাসফল ফ্রাঞ্চাইজি ‘স্টার ওয়ারস’-এর সাতটি পর্বে হ্যান সলো চরিত্রে অভিনয় করেন ফোর্ড। প্রতিটিতেই তার গায়ে দেখা গেছে বাদামি রঙা জ্যাকেট। সর্বশেষ গত বছর মুক্তি পাওয়া ‘স্টার ওয়ারস: দ্য ফোর্স অ্যাওয়েকেন্স’ ছবিতে লেদারের একটি জ্যাকট পরে কাজ করেন ৭৩ বছর বয়সী এই তারকা। এই জ্যাকেটই আগামী ১১ এপ্রিল নিলামে বিক্রি হবে।

আশা করা হচ্ছে, ৩০ হাজার মার্কিন ডলার পাওয়া যাবে জ্যাকেট বিক্রি করে। মৃগীরোগের প্রতিকার খুঁজতে তহবিল সংগ্রহই হ্যারিসন ফোর্ডের উদ্দেশ্য। কারণ কন্যা জর্জিয়া ফোর্ডের (২৫) কথা ভেবেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।

জর্জিয়া মৃগীরোগী হিসেবে গত আট বছর ধরে ল্যাঙ্গোন সেন্টারে চিকিৎসাধীন আছেন। চলতি মাসের শুরুতে এ তথ্য বেরিয়েছে। বারবার ভুল ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া থেকেই তার এমন দশা। এমনকি কৈশোরে রোগনির্ণয়ের আগে তাকে মাইগ্রেনের ওষুধও দেওয়া হয়েছিলো।

নিলামের সত্যতা নিশ্চিত করে হ্যারিসন ফোর্ড বলেন, ‘প্রিয় কেউ এ ধরনের রোগে ভুগলে অশান্তি লাগে। স্বাভাবিক জীবনযাপন ব্যাহত করা ছাড়াও আগামী দিনগুলোতে নেতবাচক প্রভাব পড়ে এ কারণে। তাই এ রোগের উপশম পেতে মরিয়া আমি। ও স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারলেই আমি খুশি। ’

বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।