ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

অর্ধশত প্রেক্ষাগৃহে ‘মন জানে না মনের ঠিকানা’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৪ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৬
অর্ধশত প্রেক্ষাগৃহে ‘মন জানে না মনের ঠিকানা’

এ সপ্তাহে একটিমাত্র ছবি মুক্তি পাচ্ছে। এর নাম ‘মন জানে না মনের ঠিকানা’।

১ এপ্রিল ঢাকাসহ দেশের প্রায় অর্ধশত প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে মৌসুমী ও পরী মনি অভিনীত ছবিটি।

বুধবার (৩০ এপ্রিল) সকালে কথা হয় পরিচালক মুশফিকুর রহমান গুলজারের সঙ্গে। তিনি বাংলানিউজকে জানান, অনেকদিন পর তার নতুন ছবি মুক্তি পাচ্ছে। গল্পের নতুনত্বে বিশ্বাসী তিনি। এ ছবিতেও নতুন ধরনের গল্প বলেছেন গুলজার। পাশাপাশি গানগুলোও শ্রুতিমধুর।

ঢাকার অধিকাংশ প্রেক্ষাগৃহে উপভোগ করা যাবে ইমপ্রেস টেলিফিল্মসের ‘মন জানে না মনের ঠিকানা’। এর মধ্যে অন্যতম যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাস, বলাকা, অভিসার, সনি, শ্যামলী স্কয়ার, আনন্দ, জোনাকী, সৈনিক ক্লাব প্রভৃতি।

নতুন বছরে মুক্তির দিক দিয়ে মৌসুমীর প্রথম ছবি ‘মন জানে না মনের ঠিকানা’। ছবিটি তিনি দর্শকের সঙ্গে উপভোগ করবেন বলে জানান। নবাগতা নায়িকা পরী মনির প্রথম কাজ মৌসুমীর সঙ্গে। ছবিটিতে আরও আছেন রাজ্জাক, ফেরদৌস, শিরিন শিলা, শহীদুল আলম সাচ্চু, শাসস সুমন, আফজাল শরীফ। অন্যদিকে ছবির মাধ্যমে রূপালি পর্দায় অভিষেক হচ্ছে দুই তরুণের। তারা হলেন- তানভীর ও সাজ্জাদ।

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৬
এসও  
 

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।