মাঠে বাংলাদেশের জাতীয় দল খেললে গ্যালারিতে হাজির হন ছোট পর্দার তারকা ঈশিকা খান। তাই বেশ কয়েকজন ক্রিকেটারের সঙ্গে তার সুসম্পর্ক আছে।
সোমবার (২৮ মার্চ) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির ২৭ নম্বরে লন্ডন প্রবাসী মৌলভীবাজারের ব্যবসায়ী কামাল খানের পুত্র কায়সার খানের সঙ্গে ঈশিকার আকদ হয়। বুধবার (৩০ মার্চ) রাতে রাজধানীর মিরপুর ১৪ নম্বরে পিএসসি কনভেনশন হলে আয়োজন করা হয় তাদের গায়ে হলুদ অনুষ্ঠান। এখানে দুই পরিবার ও তাদের আত্মীয়স্বজনরা অতিথিদের স্বাগত জানান।
পুরো কনভেনশন হলজুড়ে ছিলো চমকপ্রদ সাজসজ্জা ও আলোকসজ্জা। বরকনের পছন্দমাফিক হলটির সাজসজ্জা করা হয়। ঈশিকা-কায়সারের হলুদ সন্ধ্যা ছিল নাচে-গানে ভরপুর।
কনে ঈশিকা এসেছেন সন্ধ্যা সাড়ে ৭টায়। এরপর আসে বরপক্ষ। দুই পরিবার একে অপরের সঙ্গে কুশল বিনিময় করে। ঈশিকা ও কায়সারকে বেশিরভাগ সময় আলোকচিত্রীদের ক্যামেরায় তাকাতে হয়েছে। এর ফাঁকে দুই পরিবার ঈশিকাকে হলুদ মাখিয়ে ও মিষ্টিমুখ করিয়ে হলুদ অনুষ্ঠানকে পরিপূর্ণ করে।
এদিকে বিনোদন অঙ্গনের তারকারা একে একে এসে শুভেচ্ছা জানিয়েছেন নবদম্পতিকে। সংগীতশিল্পীদের মধ্যে এসেছিলেন আরফিন রুমি, মেহরাব, পূজা, কর্নিয়া, নাওমী, লুইপা। অভিনয়শিল্পী তৌসিফ মাহবুব, টয়া, সাফা কবির, তাসনুভা তিশা, নাদিয়া নদী, নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ ও মাবরুর রশিদ বান্নাকে দেখা গেছে অনুষ্ঠানে।
ঈশিকা-কায়সারের বিয়ের অনুষ্ঠান হবে শুক্রবার (১ এপ্রিল)। আগামী ৩ এপ্রিল গলফ গার্ডেনে রয়েছে তাদের বিবাহত্তোর সংবর্ধনা অনুষ্ঠান। এরপর ঈশিকা যাবেন লন্ডনে শ্বশুরবাড়িতে। সেখানেও বর-কনেকে বড় পরিসরে সংবর্ধনা দেওয়া হবে।
কায়সার হলেন ঈশিকার এক বান্ধবীর কাজিন। সেই সূত্রে দুই পরিবারের পরিচয়, আলোচনা ও বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। সাময়িকভাবে ঈশিকা তার কাজকর্মে বিরতি নিলেও শিগগিরই অভিনয়ে ফিরবেন বলে প্রতিশ্রুতি দিলেন।
বাংলাদেশ সময় : ০২৪২ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৬
জেএম/জেএইচ