যেমনটি কথা ছিলো। সেভাবেই শুরু হলো।
ব্লুজ কমিউনিকেশন্সের আমন্ত্রণে দুপুরে ঢাকায় এসেছেন বলিউড অভিনেতা, নির্মাতা, চিত্রনাট্যকার ও সংগীতশিল্পী ফারহান আখতার। তার সঙ্গে এসেছেন ২০ সদস্যের একটি দল।
রাত সাড়ে ৮টায় শুরু হলো তাদের পরিবেশনা। কথা মতো গান ও কবিতা চলবে দুই ঘন্টা। শুরুতেই উদ্দাম নাচে দরশকদের মঞ্চের কাছে টেনে নিলেন রকঅন তারকা। জুটি বাধা চুল আর কাল ব্লেজার, কেডস আর ট্রাউজারে নিজেকে সাজিয়েছেন ফারহান। গানের শুরুতে ভালবাসা নিয়ে বললেন সম্প্রতি বিয়ে বিচ্ছেদের শিকার এই শিল্পী। এই কারনেই নিজের লেখা কবিতায়ও প্রেম আর বিরহের আমেজ ছড়াতে ভুল করলেন না।
গায়ক হিসেবেই নয়, কবি, লেখক, পরিচালক ও অভিনেতা হিসেবেও রয়েছে ফারহানের পরিচিতি ও ব্যাপক জনপ্রিয়তা। মাত্র ১৭ বছর বয়সে সহকারী পরিচালক হিসেবে ফারহান বলিউডে ক্যারিয়ার শুরু করেন। ফারহান আখতার অভিনীত আলোচিত ছবির মধ্যে আছে— ‘রক অন’, ‘জিন্দেগি না মিলেগি দোবারা’, ‘ভাগ মিলখা ভাগ’ । ফারহানের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘ওয়াজির’।
বাংলাদেশ সময়: ২৩১৫ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৬
এসও