আগামী সপ্তাহে ভারতে বেড়াতে আসছেন ব্রিটিশ রাজপরিবারের দুই সদস্য প্রিন্স উইলিয়াম ও তার স্ত্রী কেট মিডেলটন। এ উপলক্ষে চ্যারিটি অনুষ্ঠান আয়োজন করছে বলিউড।
আগামী ১০ থেকে ১৬ এপ্রিল ভারতের পাশাপাশি ভূটানেও বেড়াবেন প্রিন্স উইলিয়াম ও কেট মিডেলটন। এর ফাঁকে মুম্বাইয়ে তাজ মহল হোটেল ঘুরে দেখবেন তারা। এখানেই ২০০৮ সালের ২৬ নভেম্বর সন্ত্রাসীরা আক্রমণ করেছিলো। এ ঘটনায় যারা অতিথিদের জীবন বাঁচিয়েছিলেন হোটেলের সেইসব কর্মকর্তা-কর্মচারিদের সঙ্গেও কথা বলবেন দু’জনে।
উইলিয়াম ও কেট আগ্রার তাজমহলও পরিদর্শন করবেন। ১৯৯২ সালে উইলিয়ামের মা প্রিন্সেস ডায়ানা তাজমহল ঘুরে গিয়েছিলেন একা। সেই সময় তাজমহলের সামনে একটি বেঞ্চে বসে তোলা তার ছবি বিশ্বজুড়ে পত্রপত্রিকার প্রথম পাতায় ফলাও করে ছাপা হয়েছিলো। প্রিন্স চার্লসের সঙ্গে দাম্পত্য জীবনটা যে তার সুখের যাচ্ছে না, এ ছবিকে তারই প্রতীকী হিসেবে ভাবা হয়। তাদের বিচ্ছেদ হয় ১৯৯৬ সালে।
মায়ের স্মৃতি এখন জ্বলজ্বলে আছে এমন একটি স্থানে আসবেন ভেবে নিজেকে ভাগ্যবান মনে করছেন উইলিয়াম। স্ত্রীকে নিয়ে তিনি নয়াদিল্লির বিড়লা হাউস নামে পরিচিত গান্ধী স্মৃতিতে তাকে শ্রদ্ধা জানাবেন। ১৯৪৮ সালে এখানেই নিহত হন মহাত্মা গান্ধী। এ ছাড়া আসামের কাজিরাঙা ন্যাশনাল পার্কও ঘুরে বেড়াবেন উইলিয়াম-কেট। ভূটানে পাঁচ-ছয় ঘণ্টার সফরে দেশটির রাজারানীর সঙ্গে দেখা করবেন তারা।
বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৬
বিএসকে/জেএইচ