ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

বিয়ের প্রশ্নে বিপাশার এক লাইনের উত্তর

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৬
বিয়ের প্রশ্নে বিপাশার এক লাইনের উত্তর

বলিউড অভিনেত্রী বিপাশা বসু এখন গুঞ্জনের কেন্দ্রবিন্দুতে আছেন বলা যায়। শোনা যাচ্ছে, আগামী ২৯ এপ্রিল প্রেমিক করণ সিং গ্রোভারের সঙ্গে বিয়ের বন্ধনে জড়াবেন তিনি।

তবে তার মুখ থেকে এ নিয়ে কিছু শোনা গেলো না।

গত সপ্তাহে ভারতের একটি অনলাইন পোর্টাল বিপাশা-করণের বিয়ের দিনক্ষণসহ কিছু খবর প্রকাশ করেছে। বৃহস্পতিবার (৩১ মার্চ) নয়দার ডিএলএফ মল অব ইন্ডিয়ায় একটি ঘড়ির ব্র্যান্ড উদ্বোধন করতে এসে তাই এসব প্রশ্নের সম্মুখীন হন তিনি। ৩৭ বছর বয়সী এই অভিনেত্রী সরাসরি বলে দেন, ‘যখন বিয়ে হবে সবাই জানতে পারবেন। ’

ঘড়ির অনুষ্ঠান, তাই ব্যস্ততার মধ্যে ব্যায়ামের জন্য ঠিকই সময় বের করে নেন বলে জানিয়েছেন বিপাশা। তিনি সাংবাদিকদের বলেছেন, ‘আমি নিজেকে ভালোবাসি। সৃষ্টিকর্তা আমাকে যে জীবন দিয়েছেন তাকে ভালোবাসি। আমি সুন্দর থাকতে চাই। প্রতি বছরেই যেহেতু বয়স বেড়ে যায়, তাই শরীরচর্চা, স্বাস্থ্যসম্মত খাবার ও শৃঙ্খলা দরকার। জীবনের সবচেয়ে বড় বিনিয়োগ হলো স্বাস্থ্যের পেছনে বিনিয়োগ। ’

অনুষ্ঠানে এক ঘণ্টা দেরিতে এলেও নিজেকে সময়নিষ্ঠ দাবি করে বিপাশা বলেন, ‘আমি খুব সময়নিষ্ঠ মানুষ। এই অভ্যাস বদলায়নি। মাঝে মধ্যে সংবাদকর্মীদের আগেই হাজির হয়েছি। এটা ক্যারিয়ারের শুরু থেকেই আমার অভ্যাস। ’

এদিকে অনলাইনে চাউর হয়েছে, আগামী ২৯ এপ্রিল সকালে মুম্বাইয়ের খারে নিজের বাড়িতে বাঙালি রীতিতে করণের সঙ্গে মালাবদল করবেন বিপাশা। এখানে শুধু দুই পরিবার ও তাদের ঘনিষ্ঠ বন্ধুরা থাকবেন। একই দিন লোয়ার প্যারেলে অবস্থিত পাঁচতারকা হোটেল সেন্ট রেজিসে থাকছে তাদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান। বিয়ের আগের দিন মুম্বাইয়ের জুহুর ভিলা সিক্সটি নাইন লাউঞ্জ বারে হবে বিপাশার মেহেদি অনুষ্ঠান।

বিপাশার ইতিপূর্বে বলিউড অভিনেতা দিনো মোরেয়া, জন অ্যাব্রাহাম ও হারমান বেওয়েজার সঙ্গে প্রেম করেছেন। অন্যদিকে করণ এর আগে দু’বার বিয়ের পিঁড়িতে বসেছিলেন। কিন্তু শ্রদ্ধা নিগাম কিংবা জেনিফার উইঙ্গেট, কারও সঙ্গেই তার সংসার টেকেনি।  

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।