ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

কাওয়ালীতে বরকনের গুনগান

জান্নাতুল মাওয়া, প্রদায়ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৭ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৬
কাওয়ালীতে বরকনের গুনগান ছবি : নূর /বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বিয়ের মঞ্চে বসে আছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ঈশিকা খান, পাশে তার বর লন্ডন প্রবাসী মৌলভীবাজারের ব্যবসায়ী কামাল খানের পুত্র কায়সার খান। বর-কনের ডানে কাওয়ালি গান গাইছেন ছয়জনের একটি দল।

প্রতিটি গানের শুরুতে শিল্পীদের কণ্ঠে ছিলো ঈশিকা ও কায়সারের গুনগান।

শুক্রবার (১ এপ্রিল) রাজধানীর মিরপুর ১৪ নম্বরে পিএসসি কনভেনশন হলে ঈশিকার বিয়ের অনুষ্ঠানে কাওয়ালি গানই ছিলো আমন্ত্রিত অতিথিদের কাছে বড় বিনোদন। গানের তালে ছোটবড় অনেকেই নেচেছেন। পুরো অনুষ্ঠান জমিয়ে রেখেছে কাওয়ালি গান।


গানের আগে বরকনের আগমনকে ঘিরে ছিলো সবার কৌতূহল। বরকে বরণ করে আনা হয় ছাতা মাথায়, দু’পাশে ছিলো হাতপাখার হাওয়া। এরপর মাচায় বহন করে আনা হয় কনেকে।

বিয়েতে ঈশিকাকে শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন বিনোদন অঙ্গনের শিল্পী কুশলীরা। তাদের মধ্যে ছিলেন অভিনেতা তৌসিফ মাহবুব, অভিনেত্রী তানজিকা আমিন, মৌসুমী হামিদ, সোনিয়া হোসেন, পিয়া বিপাশা, লুৎফুন্নাহার আশা, বৃষ্টি ইসলাম, উপস্থাপিকা শ্রাবণ্য তৌহিদা, ‘লাক্স তারকা’ তারিন রহমান, র‌্যাম্প মডেল মিথিলা, আরজে সায়েম, ‘সেরাকণ্ঠ’ শিল্পী ঝিলিক, নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। তারা সবাই একে একে শুভেচ্ছা জানান এই নবদম্পতিকে।


দুই পরিবারের অতিথিদের কোলাহলে মুখর ছিলো পুরো কনভেনশন হল। বরকনেকে বরণের আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবরা তাদের সঙ্গে ছবি তোলায় ব্যস্ত হয়ে পড়েন। বিয়ের মঞ্চ থেকে গুলশানে শ্বশুরবাড়িতে গেছেন ঈশিকা।


রোববার (৩ এপ্রিল) গলফ গার্ডেনে রয়েছে ঈশিকার বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান। এরপর তিনি যাবেন লন্ডনে শ্বশুরবাড়িতে। সেখানেও বর-কনেকে বড় পরিসরে সংবর্ধনা দেওয়া হবে।

গত ২৮ মার্চ সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির ২৭ নম্বরে কায়সার খানের সঙ্গে ঈশিকার আকদ হয়। এর দু’দিন পর পিএসসি কনভেনশন হলে অনুষ্ঠিত হয়েছে তাদের গায়ে হলুদ।


কায়সার হলেন ঈশিকার এক বান্ধবীর কাজিন। সেই সূত্রে দুই পরিবারের পরিচয়, আলোচনা ও বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। সাময়িকভাবে ঈশিকা তার কাজকর্মে বিরতি নিলেও শিগগিরই অভিনয়ে ফিরবেন।

বাংলাদেশ সময়: ১০৪৮ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৬
জেএম/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।