৩ এপ্রিল জাতীয় চলচ্চিত্র দিবস। এ উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের ব্যবস্থাপনায় আয়োজন করা হয়েছে আলোচনা, চলচ্চিত্রের গানের অনুষ্ঠান, চলচ্চিত্রের, পোস্টার, স্থিরচিত্র ও প্রয়াত চলচ্চিত্র ব্যক্তিত্বদের প্রতিকৃতি এবং জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্রের প্রদর্শনী।
রোববার বিকেল ৫টায় একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্রের লবিতে রয়েছে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সঙ্গে যৌথভাবে চলচ্চিত্রের পোস্টার, স্থিরচিত্র ও প্রয়াত চলচ্চিত্র ব্যক্তিত্বদের প্রতিকৃতি প্রদর্শনী। সন্ধ্যা সাড়ে ৬টায় একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে আলোচনা ও চলচ্চিত্রের গানের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন নায়করাজ রাজ্জাক।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক হিসেবে থাকবেন চলচ্চিত্র নির্মাতা সৈয়দ সালাউদ্দিন জাকী, মানজারে হাসিন মুরাদ, মোরশেদুল ইসলাম, চলচ্চিত্র গবেষক অনুপম হায়াত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগি অধ্যাপক সাবরিনা সুলতানা চৌধুরী, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক ড. জাহাঙ্গীর হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করবেন একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক সারা আরা মাহমুদ।
আগামী ৪ থেকে ১০ এপ্রিল প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টায় একাডেমির জাতীয় নাট্যশালার ইন্টারন্যাশনাল কালচারাল আর্কাইভে জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র নিয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সঙ্গে যৌথভাবে আয়োজন করা হয়েছে চলচ্চিত্র প্রদর্শনী। ৪ এপ্রিল মুরাদ পারভেজ পরিচালিত ‘বৃহন্নলা’, ৫ এপ্রিল গাজী রাকায়েতের ‘মৃত্তিকা মায়া’, ৬ এপ্রিল শাহনেওয়াজ কাকলীর ‘উত্তরের সুর’, ৭ এপ্রিল নাসিরউদ্দীন ইউসুফের ‘গেরিলা’, ৮ এপ্রিল প্রয়াত খালিদ মাহমুদ মিঠুর ‘গহীনে শব্দ’, ৯ এপ্রিল গিয়াস উদ্দিন সেলিমের ‘মনপুরা’ এবং ১০ এপ্রিল দেখানো হবে তৌকীর আহমেদের ‘দারুচিনি দ্বীপ’।
এদিকে জাতীয় চলচ্চিত্র দিবসে তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ও বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থার (বিএফডিসি) তত্ত্বাবধানে দিনটিকে ঘিরে থাকছে বর্ণিল আয়োজন ও কর্মসূচি। থাকছে শোভাযাত্রা, সেমিনার, স্মরণিকা প্রকাশ, লাইভ টক শো, রেড কার্পেট, সংবর্ধনা, মেলা, স্থিরচিত্র প্রদর্শনী, চলচ্চিত্র প্রদর্শনী, পুতুল নাচ, নাগরদোলা, বায়োস্কোপ ও দেশের স্বনামধন্য তারকাদের নিয়ে সাংস্কৃতিক পরিবেশনা।
সকাল ১০টায় এফডিসি চত্বরে চলচ্চিত্র দিবস উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এখানে বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। অনুষ্ঠানের অতিথি সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ ও সচিব মরতুজা আহমদ। ইসরাফিল শাহীনের প্রযোজনায় একুশে টেলিভিশন দিনব্যাপী এ আয়োজন সরাসরি সম্প্রচার করবে।
বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৬
জেএইচ