চিত্রনায়ক মান্না ও চিত্রনায়িকা পারভীন সুলতানা দিতি একসঙ্গে অভিনয় করেছেন। সেগুলো দর্শকপ্রিয়ও হয়েছে।
রোববার (৩ এপ্রিল) দিনব্যাপী আয়োজনের অংশ হিসেবে সাংস্কৃতিক অনুষ্ঠানে সন্ধ্যায় থাকছে তাদের পরিবেশনা। এতে থাকবেন দুই প্রজন্মের জনপ্রিয় চলচ্চিত্র শিল্পী ও গায়করা। এখানে নাচ-গানের মাধ্যমে স্মরণ করা হবে প্রয়াত মান্না ও দিতিকে।
এই আয়োজনের সমন্বয়ক নির্মাতা এসএ হক অলিক বাংলানিউজকে জানান, দেড় ঘণ্টার সাংস্কৃতিক অনুষ্ঠানটি শুরু হবে রাত ৮টায়। এফসিডিসির দুই নম্বর ফ্লোরে এতে অংশ নেবেন তারকাশিল্পীরা। সদ্যপ্রয়াত অভিনেত্রী দিতি ও অমর নায়ক মান্নার জনপ্রিয় কিছু গানের সঙ্গে নাচবেন তারা।
জানা যায়, নৃত্যে অংশ নেবেন ওমর সানি, নিরব, ইমন, তমা মির্জা, তানহা শিরিন শিলাসহ কয়েকজন নায়ক-নায়িকা। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন সামিনা চৌধুরী, কিশোর দাস, বেলাল খান প্রমুখ।
চলচ্চিত্র দিবস উদযাপন উপলক্ষে সকাল ১০টায় এফডিসিতে উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। এরপর একে একে অনুষ্ঠিত হবে চলচ্চিত্র বিষয়ক সেমিনার্। থাকছে দেশীয় সংস্কৃতির নানা আয়োজন।
বাংলাদেশ সময় : ১৩১৬ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৬
এসও/জেএইচ