জাপানের শিল্পী সাকামতোর শিল্পকর্মসহ জাপানের ৫০টি শিল্পকর্ম, ইউডার ২১ জন শিক্ষকের ২১টি শিল্পকর্ম, গ্লোরিয়া ফাউন্ডেশনের সংস্কৃতিক সম্পাদক এফ রহমান ভূটানের ১টি শিল্পকর্ম এবং গ্লোরিয়া ফাউন্ডেশনের অর্থায়নে বাংলাদেশের শিশুদের আঁকা ৭০টি চিত্রকর্ম নিয়ে শুক্রবার (১ এপ্রিল) বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার তৃতীয় তলায় ২ নং গ্যালারিতে শুরু হয়েছে ‘বাংলাদেশ অ্যান্ড জাপান ফ্রেন্ডশিপ আর্ট শো’ শীর্ষক সপ্তাহব্যাপী প্রদর্শনী।
বাংলাদেশ শিল্পকলা একাডেমি, ইউডা, গ্লোরিয়া ফাউন্ডেশন ও রিনরী ইনস্টিটিউট অব অ্যাথিকসের আয়োজনে জাপানি শিল্পী সাকামতো, ইউডা চারুকলার ২১ জন শিক্ষক, গ্লোরিয়া ফাউন্ডেশনের সংস্কৃতি সম্পাদক এফ রহমান ভূটান ও গ্লোরিয়া ফাউন্ডেশনের অর্থায়নে এর আয়োজন করা হয়েছে।
জাতীয় চিত্রশালা মিলনায়তনে সপ্তাহব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন জাপান দূতাবাসের কালচারাল কাউন্সিলর, জাপানের রিনরী ইনস্টিটিউট অব অ্যাথিকসের চেয়ারম্যান হাশমি টোশিকাতসু ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আফজাল হোসেন।
স্বাগত বক্তব্য প্রদান করেন ইউডা চারুকলা বিভাগের চেয়ারম্যান প্রফেসর শাহজাহান আহমেদ বিকাশ। আলোচনা শেষে ছিলো সাংস্কৃতিক অনুষ্ঠান। ‘বাংলাদেশ অ্যান্ড জাপান ফ্রেন্ডশিপ আর্ট শো’ চলবে ৭ এপ্রিল পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।
প্রদর্শনীতে স্থান পাওয়া ইউডার চারুকলার শিক্ষকরা হলেন যথাক্রমে প্রফেসর শাহজাহান আহমেদ বিকাশ, কানিজ সোহানী ইসলাম, হাসান আশিক, মাহবুব হাসান খান, উত্তম কুমার সাহা চক্রবর্তী, শর্বরী রায় চৌধুরী, আব্দুল্লাহ আল মাহমুদ, এ আর রুমি, এএইচ ঢালী তমাল, মোঃ সাবিল ওসমান, গুলশান হোসেন, মোঃ মাহবুব আলম, মোঃ পারভেজ, মোহাম্মদ শাহজাদা, মোঃ রাশেদ কামাল, তানজীল হোসেইন মইন রোনেট, হুমাইরা জাহান, নিয়ামুল কাদিম লোটাসএস এম এহসান ও মোঃ কামরুজ্জোহা।
বাংলাদেশ সময়: ০৮১২ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৬
বিএসকে/জেএইচ