ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

কোথায় তথাকথিত সুপারস্টাররা : রাজ্জাক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০১ ঘণ্টা, এপ্রিল ৩, ২০১৬
কোথায় তথাকথিত সুপারস্টাররা : রাজ্জাক

এফডিসি : জাতীয় চলচ্চিত্র দিবসের অনুষ্ঠান। অথচ এফডিসির ঝরণা স্পটের পাশে প্রথম সারির তেমন কোনো শিল্পীকেই দেখা গেলো না।

তাদেরকে ইঙ্গিত করে সমালোচনার সুরে নায়করাজ রাজ্জাক বললেন, ‘কোথায় তথাকথিত সুপারস্টাররা?’

রোববার (৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় জাতীয় চলচ্চিত্র দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে এ প্রশ্ন তোলেন রাজ্জাক। পাশাপাশি নিজের সংগ্রামী চলচ্চিত্র জীবনের উদাহরণ টেনে বলেন, ‘এখনও আমাদের চলচ্চিত্র শিল্পে সুদিন ফেরেনি। ’
তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ও বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থার (বিএফডিসি) তত্ত্বাবধানে চলচ্চিত্র দিবস উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এখানে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। এ ছাড়া ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজার, তথ্যসচিব মরতুজা আহমদ।

উদ্বোধন শেষে রাজ্জাকসহ অতিথিরা অংশ নেন শোভাযাত্রায়। এ সময় যুক্ত হন অভিনেতা-নৃত্যশিল্পী জাভেদ। দিনব্যাপী কর্মসূচিতে আরও থাকছে সেমিনার, লালগালিচা সংবর্ধনা, মেলা, স্থিরচিত্র প্রদর্শনী, চলচ্চিত্র প্রদর্শনী, পুতুলনাচ, নাগরদোলা, বায়োস্কোপ ও তারকাদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা।

বাংলাদেশ সময় : ১০৫৫  ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।