এফডিসি : জাতীয় চলচ্চিত্র দিবসের অনুষ্ঠান। অথচ এফডিসির ঝরণা স্পটের পাশে প্রথম সারির তেমন কোনো শিল্পীকেই দেখা গেলো না।
রোববার (৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় জাতীয় চলচ্চিত্র দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে এ প্রশ্ন তোলেন রাজ্জাক। পাশাপাশি নিজের সংগ্রামী চলচ্চিত্র জীবনের উদাহরণ টেনে বলেন, ‘এখনও আমাদের চলচ্চিত্র শিল্পে সুদিন ফেরেনি। ’
তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ও বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থার (বিএফডিসি) তত্ত্বাবধানে চলচ্চিত্র দিবস উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এখানে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। এ ছাড়া ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজার, তথ্যসচিব মরতুজা আহমদ।
উদ্বোধন শেষে রাজ্জাকসহ অতিথিরা অংশ নেন শোভাযাত্রায়। এ সময় যুক্ত হন অভিনেতা-নৃত্যশিল্পী জাভেদ। দিনব্যাপী কর্মসূচিতে আরও থাকছে সেমিনার, লালগালিচা সংবর্ধনা, মেলা, স্থিরচিত্র প্রদর্শনী, চলচ্চিত্র প্রদর্শনী, পুতুলনাচ, নাগরদোলা, বায়োস্কোপ ও তারকাদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা।
বাংলাদেশ সময় : ১০৫৫ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৬
এসও/জেএইচ