বেশকিছু কনসার্টে সংগীত পরিবেশন করতে চিরকুট এখন আমেরিকায়। মার্কিন মুলুকে বসেই বিশ্বসংগীতে যাত্রা শুরুর সুখবর দিলো বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ডটি।
রোববার (৩ এপ্রিল) বিকেল চারটায় নিজেদের ফেসবুক পেজে এ তথ্য জানায় চিরকুট বাহিনী। তাদের সঙ্গে বিখ্যাত ল্যাটিন ঘরানা ‘বাচাটা’ মিউজিকের কোলাবোরেশন হবে এই গানে। এটি বাজারে আনবে আমেরিকান সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান ইওন্ডার মিউজিক।
আগামী ৬ ও ৭ এপ্রিল যুক্তরাষ্ট্রে নিউইয়র্কের ব্রংক্সে উই লাউড স্টুডিওতে চিরকুটের আন্তর্জাতিক গানটির রেকর্ডিং হবে। এখানেই রোববার জোহানের সঙ্গে অনেকটা সময় কেটেছে তাদের।
চিরকুট ফেসবুকে লিখেছে, ‘জোহানকে বলতে পারেন মাটির মানুষ! অনেক সময় নিয়ে আমাদেরকে তার স্টুডিও ঘুরে দেখিয়েছে, আমাদের গান শুনেছে, প্রশংসা করেছে, উৎসাহ দিয়েছে, তার পাওয়া ল্যাটিন গ্র্যামি অ্যাওয়ার্ড হাতে আমাদের সঙ্গে ছবিও তুলেছে। ’
ল্যাটিন গ্র্যামী হলো গ্র্যামী অ্যাওয়ার্ডসের অংশ। লাতিন অঞ্চলের গান-বাজনা করেন এমন শিল্পী-প্রযোজকদের এ পুরস্কার দেওয়া হয়ে থাকে।
বাংলাদেশ সময় : ২০১২ ঘণ্টা, এপ্রিল ০৩, ২০১৬
জেএইচ