ঘড়ির কাঁটায় তখন পাঁচটা ছুঁই ছুঁই, বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্রের লবিতে পা রাখতেই কানে ভেসে এলো রাজলক্ষ্মী শ্রীকান্ত সিনেমার সেই চিরসবুজ শত জনমের স্বপ্ন। গানটি শুনতে শুনতে আর দু’পা এগুতেই দেখি বাংলা চলচ্চিত্রের চির স্মরণীয় জুটি রাজ্জাক ও কবরীকে।
রোববার (৩ এপ্রিল) জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষে আয়োজন করা হয় বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সঙ্গে যৌথভাবে চলচ্চিত্রের পোস্টার, স্থিরচিত্র ও প্রয়াত চলচ্চিত্র ব্যক্তিত্বদের প্রতিকৃতি প্রদর্শনী।
অনুষ্ঠানটি উদ্বোধন হয় বিকেল পাঁচটায় চলচ্চিত্র নির্মাতা সৈয়দ সালাউদ্দিন ইসলামের হাত ধরে মঙ্গল প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে। সাথে আরো ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী, সৈয়দ সালাউদ্দিন জাকী, মানজারে হাসিন মুরাদ, শিল্পকলা একাডেমীর নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক সারা আরা মাহমুদ।
প্রদর্শনীতে ছিলো সোনালী যুগের সিনেমার কিছু পোস্টার সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো-মেঘের অনেক রং, মতি মহল, নাবাব সিরাজদ্দৌলা, জবাব চাই,জননী, আমার বন্ধু রাশেদ,আশার আলো, মানুষের মন, ভানুমতি। পোস্টারের পাশাপাশি ছিলো প্রয়াত চলচ্চিত্র ব্যক্তিত্ব ও অভিনেতা অভিনেত্রীদের প্রতিকৃতি ছবিও। এদের মধ্যে ছিলেন – জহির রায়হান, হুমায়ূন আহমেদ,গোলাম মুস্তফা, হুমায়ূন ফরীদি,আনোয়ার হোসেন,রওশন জামিল, আলমগীর কবির, তারেক মাসুদ, ডলি ইব্রাহীমের সাথে আরো অনেকের। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিলো চলচ্চিত্র দিবস উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতি অনুষ্ঠান। অনুষ্ঠানটি শিল্পকলা একাডেমির, জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্রের মিলনায়তনে, সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হসেবে উপস্থিত ছিলেন নায়ক রাজ রাজ্জাক, চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম, সৈয়দ সালাউদ্দিন জাকী, মানজারে হাসিন মুরাদ, চলচ্চিত্র গবেষ্ক অনুপম হায়াত, ঢাকা বিশ্ব বিদ্যালয়ের গণ যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক সাবরিনা সুলতানা, বাংলাদেশ আর্কাইভের মহা পরিচালক ড.জাহাঙ্গীর হোসেন, শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক সারা আরা মাহমুদ। বক্তব্যে নায়ক রাজ বলেন, ‘ আমরা এই চলচ্চিত্র দিবসের জন্য অনেক পরিশ্রম করেছি। কিন্তু কাদের জন্য করেছি? কোথায় আজকের নায়ক বা নায়িকারা? যাদের জন্য এই দিবস। তারাই নেই তাহলে এই দিবসের কি কোন দরকার আছে? আগে যখন নায়ক বা নায়িকাদের দিয়ে অভিনয় করানো হতো তখন তাদের দেখা হতো তারা কতটা অভিনয়ে দক্ষ। খুব ভালো কাজ না হলে প্রশংসা করা হতো না। কিন্তু এখন একটি সিনেমাতে অভিনয় করলেই এই সব নায়ক নায়িকাদের মিলে অনেক প্রশংসা। এতে করে কাজ আরো ভালো করার ইচ্ছে তারা হারিয়ে ফেলে। তিনি আরও বলেন, আজকের নায়ক নায়িকা বেশির ভাগ ই নাম যশ ও অর্থের পিছনে ছুটছে।
পরিচালকেরাও মান সম্মত সিনেমা দিতে আলোচনায় বক্তাদের বক্তব্যে আসে বাংলাদেশের চলচ্চিত্রের বর্তমান অবস্থা সঙ্কটাপন্ন। সিনেমায় আধুনিকায়ন আনতে গিয়ে খারাপের দিকে চলে যাচ্ছে। সরকারের এই ব্যপারে আরো বেশি সচেতন হতে হবে। সিনেমা সেন্সর বোর্ড থেকে বিবেচনা করে ছাড়তে হবে। পরিচালকদের পাশাপাশি নায়ক নায়িকাদের ও সিনেমা সম্পর্কে সঠিক ধারনা থাকতে হবে ও সচেতন হতে হবে।
আলোচনা সভার পাশাপাশি সাংস্কৃতি অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। মনোরোম এই সাংস্কৃতি অনুষ্ঠানে কন্ঠ শিল্পী সুবীর নন্দী গান পরিবেশন করে সকলকে সেই সোনালী দিনের কথা মনে করিয়ে দেন। গান পরিবেশন করেন চন্দনা মজুমদার ,অনুপমা মুক্তি। ঢাকা সাংস্কৃতি দলের পরিবেশনায় সদ্য প্রয়াত অভিনেত্রী পারভিন সুলতানা দিতির স্মরণে পরিবেশিত হয় সমবেত গান।
চলচ্চিত্র দিবস উপলক্ষে শিল্পকলায় এই আয়োজন সম্পর্কে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী বাংলানিউজ কে বলেন, ‘ জাতির জনক বঙ্গবন্ধু এই শিল্পকলা একাডেমীর প্রতিষ্ঠা করে গেছেন। কিন্তু ৩৫ বছর শিল্পকলায় অন্য অনুষ্ঠান হয়ে থাকে ও চলচ্চিত্র নিয়ে কোন অনুষ্ঠান হয় নি। এই ৫ বছর ধরে চলচ্চিত্র নিয়ে সকল অনুষ্ঠান করার চেস্টা আমরা করেছি। ভবিষ্যতেও করতে চাই’।
জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর উদ্যোগে নাট্যকলা ও চলচ্চিত্রবিভাগের ব্যবস্থাপনায় ৪ এপ্রিল থেকে ১০ এপ্রিল প্রতিদিন সন্ধ্যা ৬.৩০ মিনিটে প্রদর্শিত হবে আর্কাইভে জাতীয় পুরস্কার প্রাপ্ত চলচ্চিত্র।
বাংলাদেশ সময়: ০০৪০ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৬
টিএস