ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

নাচে-গানে বর্ণিল সমাপনী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৭ ঘণ্টা, এপ্রিল ৪, ২০১৬
নাচে-গানে বর্ণিল সমাপনী ছবি: নূর- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি থেমে থেমে। এফডিসির ওপরের আকাশও মেঘাচ্ছন্ন, চমকাচ্ছিলো বিজলি।

এমন বৈরী পরিবেশে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অদ্ভূত আলোয় জেগে উঠেছিলো এফডিসি। জাতীয় একটি অনুষ্ঠান ঘিরে রোববার (৩ এপ্রিল) সেখানে বসেছিলো চলচ্চিত্র শিল্পী-কলাকুশলী ও দর্শকদের মিলনমেলা। দিনব্যাপী আয়োজন শেষ হতে হতে মধ্যরাত। এর মধ্যে বৃষ্টির দেখাও মিললো!

জাতীয় চলচ্চিত্র দিবস (৩ এপ্রিল) উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালিত হয়েছে। তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ও বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থার (বিএফডিসি) তত্ত্বাবধানে চলচ্চিত্র দিবস শেষ হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে। এতে অংশ নেন চলচ্চিত্র তারকারা।

সাংস্কৃতিক অনুষ্ঠান ঘিরে দিনভর প্রতীক্ষা ছিলো সাধারণ দর্শকদের মধ্যে। অনেকেই ভেবেছিলেন অনুষ্ঠান শুরু হবে শেষ বিকেলে। কিন্তু সন্ধ্যা গড়িয়ে আয়োজন শুরু হয় রাত ৮টায়। এফডিসির ৮ নম্বর ফ্লোর তখন কানায় কানায় পূর্ণ। বাইরে আমন্ত্রণপত্র হাতে প্রবেশেচ্ছু আরও অনেক দর্শক। কিন্তু আসন সংকটের কারণে তাদের অনেকেই ভেতরে ঢুকতে পারেননি।

নিরব আর ইমন চলচ্চিত্রের জনপ্রিয় দুই নায়ক। ব্যক্তিজীবনে তারা দুই বন্ধু। সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হলো তাদের রসিকতা দিয়ে। সবাই ভেবেছিলেন তারা বুঝি পুরো আয়োজনে থাকবেন উপস্থাপক হিসেবে। কিন্তু না, তারা ‘কৌশলে’ মঞ্চে ডেকে নিলেন জাহিদ হাসানকে! দুই বন্ধু তার কাঁধে উপস্থাপনার দায়িত্ব দিয়ে উধাও। ফল, জনপ্রিয় অভিনেতা জাহিদকে পুরো অনুষ্ঠানে পাওয়া গেলো উপস্থাপক হিসেবে। মঞ্চে তাকে নতুন পরিচয়ে ভালোভাবেই গ্রহণ করলেন সবাই।

‘ও প্রিয় আমি তোমার হতে চাই’ আর ‘সব কথা বলে না হৃদয়’- ভিন্ন দুটি চলচ্চিত্রের এ দুটি গানই জনপ্রিয়। নিজের গাওয়া গানগুলো পরিবেশ করলেন দিনাত জাহান মুন্নী। তারপর কৌতুক পরিবেশন করেন আফজাল শরীফ। তিনি অবশ্য  একটু পরপরই মঞ্চে আসা-যাওয়া করেছেন। পরিবেশনায় নতুনত্ব না থাকলেন হাসির খোরাক জুগিয়েছেন কৌতুকশিল্পী আফজাল।

এরপর ‘উপস্থাপক’ নিরব এলেন নবাগতা নায়িকা শিরিন শিলাকে নিয়ে। এবার তিনি পারফর্মার। নিরব আগেই জানিয়েছিলেন শিলাকে নিয়ে তিনি সদ্যপ্রয়াত চিত্রনায়িকা পারভীন সুলতানা দিতি অভিনীত একাধিক গানের সঙ্গে নাচবেন। ‘তুমি আজ কথা দিয়েছো’, ‘আমি একদিন তোমায় না দেখিলে’ প্রভৃতি গানের কোলাজের সঙ্গে নেচেছেন নিরব-শিলা জুটি।

‘পাগল তোর জন্য রে’ গানটি শুনলে কেমন হয়! উপস্থাপক জাহিদ হাসান ছুঁড়ে দিলেন এই প্রস্তাব। সবাই করতালির মাধ্যমে জানালেন, মন্দ হয় না। ডেকে নেওয়া হলো জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী সুরকার বেলাল খানকে। জনপ্রিয় এই গানের পাশাপাশি তিনি পরিবেশন করেন ‘সোনাপাখি’ গানটি।

এমন একটি অয়োজনে সালমান শাহ হাজির থাকবেন না! তা হতে পারে না। সালমানভক্ত ইমন আর তমা মির্জা নেচেছেন ওমর নায়কের দুটি কালজয়ী গানের সঙ্গে। ছিলো অন্য গানও। তালিকাটা এমন, ‘ভালোবাসিয়া গেলাম ফাসিয়া’, ‘কাল তো ছিলাম ভালো’, ‘পড়ে না চোখের পলক’, ‘এই জীবনে তুমি’, প্রভৃতি।

দর্শক তালিকায় কানাঘুষো চলছিলো যে, ওমর সানি আসবেন মঞ্চে। কিন্তু কখন? সবার প্রতীক্ষা দীর্ঘ করে শেষবেলা এলেন তিনি! অবশ্য অনুষ্ঠান সাজানো হয়েছিলো এভাবেই। জনপ্রিয় এই নায়কের সঙ্গে মঞ্চে নেচেছেন নবাগতা নায়িকা তানহা তাসনিয়া। ওমর সানি অসংখ্য হিট গানের নায়ক, কারিগর। মজার ব্যাপার হলো, এই আয়োজনে তিনি নেচেছেন প্রয়াত নায়ক মান্নার গানের সঙ্গে। সানি-তাসনিয়ার পরিবেশনায় নতুন প্রাণ পেলো যেন ‘ঈশ্বর আল্লাহ বিধাতা জানে’, ‘এই হৃদয়ের সাদা কাগজে’ গানগুলো।

এছাড়া অনুষ্ঠানে আরও সংগীত পরিবেশন করেন রুমানা ইসলাম, ইলিয়াস হোসাইন, টিনা মুস্তারী, আহমেদ হুমায়ূন প্রমুখ। সাংস্কৃতিক  আয়োজনের তত্বাবধানে ছিলেন নির্মাতা  এস এ হক অলিক। তার মতে, অনেক ধরনের সীমাবদ্ধতার মধ্যেও এই আয়োজন সফল হয়েছে। পুরো অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারে ছিলো একুশে টিভি।
 
এদিকে সকালে চলচ্চিত্র দিবসের কার্যক্রমের উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এখানে বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। এ ছাড়া ছিলেন নায়ক রাজ রাজ্জাক, অভিনেতা সৈয়দ হাসান ইমাম, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজার, তথ্যসচিব মরতুজা আহমদ, অভিনেত্রী অঞ্জনা প্রমুখ।


চলচ্চিত্র দিবস ঘিরে এফডিসিতে বসেছিলো মেলা, স্থিরচিত্র ও চলচ্চিত্র প্রদর্শনী। দর্শনার্থীরা জানান, আরও বড় পরিসরে এমন আয়োজন হলে চলচ্চিত্রের প্রতি মানুষের আগ্রহ আরও বাড়বে।

বাংলাদেশ সময়: ০২০৫ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৬
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।