বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক শহীদুল ইসলাম খোকনের মৃত্যুতে শোকাহত চলচ্চিত্রাঙ্গন। সামাজিক যোগাযোগের মাধ্যমে শিল্পী, কলাকুশলী ও নির্মাতারা নানাভাবে শোক প্রকাশ করছেন।
অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা লিখেছেন, ‘চলচ্চিত্রে আমাকে আমার সেকেন্ড ব্রেক দিয়েছিলেন শহীদুল ইসলাম খোকন। তার কাছে আমি এখনও ঋণী। তার স্ত্রী জয়, পুত্র হৃদয় ও দুই কন্যা শীষ ও শৈলী এই শোক কাটিয়ে ওঠার শক্তি পাবে, এই প্রার্থনা করি। তার আত্মাও চিরশান্তিতে থাকুক। ’
শহীদুল ইসলাম খোকনের পরিচালনায় নব্বই দশকে ‘অপহরণ’ (সোহেল রানা), ‘কমান্ডার’ (সোহেল রানা, ইলিয়াস কাঞ্চন), ‘আজকের হিটলার’ (সোহেল রানা) ও ‘পালাবি কোথায়’ (হুমায়ুন ফরীদি) ছবিগুলোতে অভিনয় করেন সুবর্ণা। সবই দর্শকমহলে সমাদৃত হয়েছে।
খোকনের মৃত্যুর খবর জানিয়ে গীতিকার কবির বকুল সবার প্রতি আহ্বান জানিয়েছেন, ‘আসুন গুণী এই নির্মাতার রুহের মাগফেরাত কামনা করি। ’ শহীদুল ইসলাম খোকনের চলচ্চিত্র জীবনের অন্যতম ছবি ‘লড়াকু’ শেয়ার করেছেন গীতিকার মারজুক রাসেল।
ফেসবুকেই মৃত্যুর খবরটি জেনেছেন চিত্রনায়িকা কেয়া। তিনি লিখেছেন, ‘খুব খারাপ লাগলো। অনেক হাসিখুশি একটা মানুষ ছিলেন শহীদুল ইসলাম খোকন ভাইয়া। ’
চলচ্চিত্রকার শহীদুল ইসলাম খোকন দীর্ঘদিন মুখগহ্বরে দুরারোগ্য ব্যাধিতে ভুগে উত্তরা আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সোমবার (৪ এপ্রিল) সকাল সোয়া ৮টায় একই হাসপাতালে তিনি মারা যান।
বাংলাদেশ সময় : ১৬১৭ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৬
জেএইচ