প্রথমে অভিনেত্রী পারভীন সুলতানা দিতি, এবার পরিচালক শহীদুল ইসলাম খোকন- অল্প কয়েকদিনের ব্যবধানে না ফেরার দেশে চলে গেছেন দেশীয় চলচ্চিত্রের এ দুই শিল্পী। তাই তাদেরকে উৎসর্গ করা হলো ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি ২’।
সোমবার (৪ এপ্রিল) রাতে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থার (বিএফডিসি) ৮ নম্বর ফ্লোরে এর গানের অ্যালবামের প্রকাশনা অনুষ্ঠানে এ ঘোষণা দেন ছবিটির পরিচালক সাফিউদ্দিন সাফি। এখানে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। শুরুতে এক মিনিট নিরবতা পালন করা হয়।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আনজাম মাসুদ।
‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি’র পর এ ছবিতে আবার জুটি বেঁধেছেন শাকিব খান ও জয়া আহসান। অনুষ্ঠানে জয়া এলেও শাকিব কলকাতায় আরেকটি ছবির কাজে থাকায় শুভাকামনা জানিয়েছেন।
এ ছবিতে ইমন আর মৌসুমী হামিদও আছেন। জয়া তাদের প্রশংসা করেন। তার অন্ধভক্ত জানিয়ে মৌসুমী হামিদ বলেন, ‘আমার বাসা ভর্তি জয়া আপুর ডিভিডি। তার সঙ্গে কাজ করে আমি আবেগাপ্লুত। আর চলচ্চিত্রে আমার পিতা সাফি ভাই। ’‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি ২’-এ শেষ মুহূর্তে যুক্ত হয়েছে কুমার বিশ্বজিতের একটি গান। তবে অ্যালবামে সেটা নেই। এ তথ্য জানিয়ে অনুষ্ঠানে তিনি রসিকতার সুরে বলেন, ‘এতো বড় প্রেম কাহিনি যে শেষই হচ্ছে না!’ ছবিটির সব গান লিখেছেন কবির বকুল। সুর ও সংগীত পরিচালনা করেছেন শওকত আলি ইমন ও কৌশিক হোসেন তাপস। অ্যালবামটি বাজারে এনেছে এসআইএস মিডিয়া।
ছবিটির শুরুতেই খোকন ও দিতিকে উৎসর্গ করার কথা উল্লেখ থাকবে। আর আবহসংগীত হিসেবে ব্যবহার হবে ‘বাংলাদেশ’ শীর্ষক দেশাত্মবোধক গান। অ্যালবাম প্রকাশনায় আরও ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, পরিচালক আমজাদ হোসেন, গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, গায়ক চন্দন সিনহা, তাসিফ, গায়িকা দিনাত জাহান মুন্নী, কনা, খেয়া, এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান, সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল, ছবিটির অভিনয়শিল্পী ওমর সানি, শহীদুল আলম সাচ্চু ও চিত্রনাট্যকার রুম্মান রশীদ খান।
আগামী ৮ এপ্রিল আরও একটি ছবি মুক্তি পাবে। এ নিয়ে উদ্বিগ্ন কণ্ঠে সাফি বলেন, ‘সপ্তাহে একটি ছবি মুক্তির পক্ষে আমি। দুটি ছবি একসঙ্গে মুক্তি পেলে ব্যবসায় মার খাওয়ার আশঙ্কা থাকে। ’ সতবে ইমন আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘এ ছবির মাধ্যমে চলচ্চিত্র শিল্প অনেকখানি এগিয়ে যাবে। ’
বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, এপ্রিল ০৪, ২০১৬
এসও/জেএইচ