‘আমার দীর্ঘ সংগীত জীবনে অনেক গুণী সুরকার ও সংগীত পরিচালকের সঙ্গে কাজ করেছি। এই সময়ে এসে তরুণদের সঙ্গেও কাজ করে যাচ্ছি।
‘তুমি যদি হারাতে চাও তবে হারাও/তুমি যদি আড়ালে যাও তবে চলে যাও/বাঁধা দেবো না/হৃদয়ে লেখা আছে তোমার ঠিকানা/সেই ঠিকানায় আমি আসবো/ভালোবাসার টানে খুঁজবো’- এমন কথার গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন সজীব দাস।
‘তুমি এলে মন বাগানে কুঁড়িরা ফুল হয়ে ফুটে/তুমি এলে প্রজাপতি ডানা মেলে ছুটে/সেই সুবাসে ভ্রমর খেলে আমার সুখের বেলাতে/তুমি আসবে আবার কবে মধুর প্রেমে হারাতে...’-এমন কথার গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন অয়ন চাকলাদার।
এগুলোর কথা লিখেছেন তারেক আনন্দ। সম্প্রতি উত্তরায় বিশ্বজিতের স্টুডিওতে এগুলোর ধারণ কাজ সম্পন্ন হয়। তিনি বললেন, ‘গান দুটি আমার ভালো লেগেছে। নতুন প্রজন্মের গীতিকার ও সুরকারদের কথা-সুরের এ গান দুটি ভালো লাগবে সবার। ’
‘আনন্দের গান-৩’ নামের একটি অ্যালবামে থাকবে বিশ্বজিতের নতুন গান দুটি। পহেলা বৈশাখে এটি বাজারে আনবে সিডি চয়েস। বাংলা নববর্ষে কুমার বিশ্বজিতের গাওয়া দ্বৈত গানের অ্যালবাম ‘সারাংশে তুমি’র ভিডিও অ্যালবামও প্রকাশ হবে। এতে তার সঙ্গে গেয়েছেন সামিনা চৌধুরী, ন্যানসি ও কলকাতার শুভমিতা।
এদিকে সাফিউদ্দিন সাফি পরিচালিত ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি ২’ ছবিতে শেষ মুহূর্তে যুক্ত করা হয়েছে কুমার বিশ্বজিতের গাওয়া একটি গান। এর কথা লিখেছেন কবির বকুল, সুর-সংগীতে শওকত আলী ইমন। এ ছাড়া রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী’ গানটি নতুন আঙ্গিকে গেয়েছেন কুমার বিশ্বজিৎ। তার সঙ্গে মিলে এর সংগীতায়োজন করেছেন সোহেল, পুলক, বাপ্পি ও সেলিম। সামনে গানটির একটি ভিডিও তৈরি হবে। আট বছর আগে কবিগুরুর ‘আমার বেলা যে যায়’ গানটি গেয়েছিলেন বিশ্বজিৎ।
বাংলাদেশ সময় : ০৯৪৪ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৬
জেএইচ