প্যারিস প্রবাসী সংগীতশিল্পী আরিফ রানা পাঁচ বছর পর দেশে ফিরলেন। এবার বের হবে তার তৃতীয় একক অ্যালবাম ‘ভাবনা’।
গানগুলোর মধ্যে ‘আকাশের কান্না’ ও ‘পথহারা পথিক’ নব্বই দশকে লেখা। ‘জীবনঘড়ি’, ‘ভাবনা’, ‘দুঃখ’, ‘ভালোবাসি’, ‘ভালোবাসার গান’, ‘মানুষ’ গানগুলো সাম্প্রতিক সময়ের। নব্বই দশকের গান করা প্রসঙ্গে আরিফ রানা বাংলানিউজকে বললেন, ‘আসলে তখন আমার অনেক গান করা ছিলো। সেগুলোর মধ্যে আজম খান, কুমার বিশ্বজিৎসহ বেশকিছু শিল্পী আমার গান গেয়েছিলেন। এরপর তো দেশ ছেড়ে চলে গিয়েছিলাম। ’
অ্যালবামের নাম ‘ভাবনা’ কেনো? এর উত্তরে আরিফ রানা এই শিরোনামের গানটির শেষ দুই লাইন উল্লেখ করলেন- ‘ও বলে যাও এত ভাবনা নিয়ে বল কোথা যাও/মন বলে দাও এত ভাবনা নিয়ে বল কোথা যাই। ’
আরিফ রানা যোগ করে বললেন, ‘এবারের অ্যালবামে বাংলার নিজস্ব গায়কীর সাথে আদি জ্যাজ, ব্লুজ, ল্যাটিন ও কিছুটা কান্ট্রি নিয়ে কাজ করেছি। আশা করছি শ্রোতাগণ গ্রহণ করবেন। ’
আগামী ৭ এপ্রিল বিকেল সাড়ে চারটায় রাজধানীর বেইলি রোডের একটি রেস্তোরাঁয় ‘ভাবনা’র মোড়ক উন্মোচন অনুষ্ঠান হবে। এদিন আরিফ রানার স্ত্রী শিল্পী কুমকুমের একক অ্যালবাম ‘আমার আমি’র মোড়কও খোলা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, বিশেষ অতিথি বিশিষ্ট সংগীত পরিচালক সুজেয় শ্যাম এবং নাট্যব্যক্তিত্ব ঝুনা চৌধুরী। দুটি অ্যালবামই বাজারজাত করবে জি-সিরিজ।
আরিফ রানা প্রথম একক অ্যালবাম ‘বিষণ্ন এবং একা’ কমিটমেন্ট প্রোডাকশনস থেকে বাজারে আসে ১৯৯৫-৯৬ সালে। পরের অ্যালবাম ‘রং করা পুতুল’ ২০১১ সালে প্রকাশিত হয় বেঙ্গল মিউজিক থেকে।
বাংলাদেশ সময় : ১৬৩০ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৬
জেএইচ