ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

২৫ বছর পেরিয়ে এলআরবি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৫ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৬
২৫ বছর পেরিয়ে এলআরবি

১৯৯১ সালের ৫ এপ্রিল গঠন হয় এলআরবি ব্যান্ড। দেখতে দেখতে ২৫ বছর পেরিয়ে এলো ব্যান্ডটি।

সোমবার ছিলো তাদের জন্মদিন। এ উপলক্ষে বুধবার (৬ এপ্রিল) দর্শক-শ্রোতাদের সামনে সরাসরি সংগীত পরিবেশন করবেন এর সদস্যরা।

এলআরবির কান্ডারি আইয়ুব বাচ্চুর সঙ্গে যোগ দেবেন ব্যান্ডের অন্য তিন সদস্য স্বপন (বেজ), মাসুদ (গিটার) ও রোমেল (ড্রামস)। গত ২৫ বছরে তাদের অসংখ্য গান জনপ্রিয় হয়েছে। জন্মদিন উপলক্ষে সেগুলোর মধ্য থেকেই কিছু গান পরিবেশন করবেন তারা।

বাংলাভিশনের ‘মিউজিক ক্লাব’ অনুষ্ঠানে থাকছে এলআরবির এই পরিবেশনা। এতে ভক্তরা ফোন করে পছন্দের গান শোনানোর অনুরোধ জানাতে পারবেন। স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হবে ৬ এপ্রিল রাত ১১টা ২৫ মিনিটে।

এলআরবির অ্যালবামগুলো হলো ‘এলআরবি ১ ও ২’ (১৯৯২), ‘সুখ’ (১৯৯৩), ‘তবুও’ (১৯৯৪), ‘ঘুমন্ত শহরে’ (১৯৯৫), ‘স্বপ্ন’ (১৯৯৬), ‘আমাদের বিস্ময়! ১ ও ২’ (১৯৯৮), ‘মন চাইলে মন পাবে’ (২০০০), ‘অচেনা জীবন’ (২০০৩), ‘মনে আছে নাকি নাই’ (২০০৫), ‘স্পর্শ’ (২০০৮) ও ‘যুদ্ধ’ (২০১২)।

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।